ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচের জন্য মাশরাফি নিষিদ্ধ!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
এক ম্যাচের জন্য মাশরাফি নিষিদ্ধ! মাশরাফি নিষিদ্ধ!

ঢাকা: সিরিজ খুইয়ে এমনিতেই মন খারাপের মেঘ ঘুরছে বাংলাদেশ ক্রিকেট দলের আকাশে। এরমধ্যে এলো আরেকটা ধাক্কা। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে শেষ ওয়ানডে ম্যাচে স্লো ওভার রেটের কারণে তার ওপর এ শাস্তি আরোপ করা হয়েছে।

কলম্বোর সিংহলিজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে শনিবার (১ এপ্রিল) ম্যাচ শেষ হওয়ার পর নিয়মিত ব্রিফিংয়ে এসে মাশরাফি নিজেই এ কথা জানান।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

ম্যাচ শেষে অফিসিয়ালদের রিপোর্টে দাবি করা হয়, নির্ধারিত ৫০ ওভার শেষ করতে বাংলাদেশ সময় নিয়েছে প্রায় আধঘণ্টারও বেশি।  

সেজন্যই শাস্তি পেতে হলো অধিনায়ককে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ তাদের পরবর্তী ওয়ানডে ম্যাচে অধিনায়ক হিসেবে পাবে না নড়াইল এক্সপ্রেসকে। তার বদলে অন্য কেউ দায়িত্ব পালন করবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, টাইগাররা পরবর্তী ওয়ানডে খেলবে আগামী ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে নিউজিল্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে। ওই সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।