যদি সেরা একাদশে জায়গা পান তাহলে এই সিরিজ দিয়েই সাইফের আন্তর্জাতিক অভিষেক হবে।
সাইফউদ্দিনকে দলে নেয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে দলে একজন অলরাউন্ডারের কথা বিবেচনা করেই সাইফউদ্দিনকে নেয়া হয়েছে।
দলের বাদবাকি সদস্যরা হলেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),সাকিব আল-হাসান(সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমদে, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান ও শুভাশীষ রায়।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ১ এপ্রিল ২০১৭
এইচএল/টিএইচ/এমএমএস