ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সাকিব ভাইয়ের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার, খুবই এক্সাইটেড’

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
‘সাকিব ভাইয়ের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার, খুবই এক্সাইটেড’ স্বপ্নের কথা বলছেন সাইফউদ্দিন

চট্টগ্রাম: শনিবার সন্ধ্যা সোয়া ছয়টা। ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে চট্টগ্রামে আসা বাংলাদেশ দল সহ অন্যদলগুলোর অবস্থান করা হোটেল পেনিনসুলায় ঢুঁকতেই দেখা মিলল মোহাম্মদ সাইফউদ্দিনের। তার অন্য সতীর্থরা যেখানে হোটেলের এখানে ওখানে অনুশীলন জার্সি পরে ঘুরছেন সেখানে তিনি একেবারেই ‘প্রস্তুত’। হাতে-পিঠে দুটো ব্যাগ, সঙ্গে গাড়ি ধরার তাড়া।

 হঠাৎ দেখা হতেই, ‘খেলা তো শেষ, বাড়ি যাচ্ছেন নাকি’ এমন প্রশ্নের উত্তর এলো ‘না, ঢাকায় যাচ্ছি। ’

কেনো বলতেই যাবতীয় উচ্ছ্বাস নিয়ে জবাব ‘আমি জাতীয় দলের টি-২০ স্কোয়াডে আছি তো, কাল শ্রীলঙ্কা যাচ্ছি।

তাই আজ ঢাকা ফিরছি। ’

তখনও অবশ্য সাইফউদ্দিনের টি-২০ দলে অন্তর্ভূক্তির সরকারি ঘোষণাটা আসেনি।  তাই সবার কাছে বিষয়টি তখনও অজানা ছিল।

এরপর উপস্থিত সাংবাদিকদের একরাশ শুভেচ্ছা নিয়ে সাইফউদ্দিন ধরলেন গাড়ি। তার আগে অবশ্য বলে গেলেন স্বপ্নের কথা।

ইমার্জিং টিমস এশিয়া কাপে ব্যাটে-বলে দারুণ সময় কেটেছে তার। তারও আগ থেকেই পারফরম্যান্সের খাতিরে দেশের ক্রিকেট অঙ্গণের পরিচিত মুখ বছর ২০ এর এই প্রতিশ্রতিমান তরুণ। গত বছর দেশের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তার পারফরম্যান্স তো এখনও তাজাই!

বয়সভিত্তিক প্রায় সব দলে খেলে অবশেষে ফেনীর এই তরুণের সামনে সুযোগ আসল জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করার। সেই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের তার অধিনায়ক ও সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসাইন শান্তর পর হয়তো তার গায়ে উঠছে জাতীয় দলের জার্সি।

শ্রীলঙ্কা যাচ্ছেন দলের সঙ্গে যোগ দিতে, কেমন লাগছে? এমন প্রশ্নে বলেন, ‘আমার কাছে স্বপ্নের মতো লাগছে। অল্পতে জাতীয় দলে চান্স পেলাম,যেহেতু বাংলাদেশে পেসার অলরাউন্ডার কম। ম্যাচ খেলার সুযোগ পেলে সর্বোচ্চ চেষ্টা করবো। ’ ‘বিশেষ করে সাকিব ভাই-তামিম ভাইয়ের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করবো। আমি খুবই এক্সাইটেড। ’ চোখেমুখে উচ্ছ্বাসের আভা নিয়ে বললেন সাইফউদ্দিন।

পিঠে ৭৫ নম্বর জার্সি থেকে সহজেই অনুমান করা যায় এই তরুণের আদর্শের নাম কোনটি। হ্যাঁ, অনুমিতভাবেই সেই নামটি সাকিব আল হাসান।

সেই বিষয়টি ধরিয়ে দিতেই সাইফ উদ্দিনের জবাব, ‘ছোটকাল থেকেই সাকিব ভাইয়ের ভক্ত আমি। তিনি আমার আদর্শ। মাশরাফি ভাইকেও ফলো করি। ’

সাকিব আল হাসান ৭৫ নম্বর জার্সি পরে খেলবেন বলে সাইফউদ্দিন ম্যাচে সুযোগ পেলেও তার ৭৫ নম্বর জার্সিটি গায়ে জড়ানো হবে না। কিন্তু এ নিয়ে কোনো খেদোক্তি নেই সাইফউদ্দিনের।

‘বোর্ড যে জার্সি দেয় সেটি পরেই খেলবো। ’

এরপর হাসি মুখে বিদায় নিয়ে উঠলেন গাড়িতে। দিনভর ক্রিকেট মাঠে ব্যাটে-বলে ব্যস্ত থাকার পর হোটেলে ফিরেই ছুঁটলেন শাহ আমানত আন্তর্জজাতিক বিমানবন্দরের পথে। সেখান থেকে ঢাকা। তবুও ক্লান্তির ছিটেফোটাও ধরা পড়ল না তার পুরোটাজুড়েই।

পড়বেই বা কেনো? রোববার দুপুর দুইটায় যে এই তরুণের স্বপ্নের উড়ানটা শুরু হচ্ছে…

 

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।