ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান আসবে, বাংলাদেশ থেকেও দল যাবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
পাকিস্তান আসবে, বাংলাদেশ থেকেও দল যাবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টাইগারদের দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের মাটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে, সেই আমন্ত্রণে সাড়া দেয়নি বাংলাদেশ। বাংলাদেশের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রেসিডেন্ট শাহরিয়ার খান এবার বাংলাদেশের হাই-পারফরমেন্স টিমকে (এইচপি) পাকিস্তানে নিয়ে যেতে চাচ্ছেন।

বাংলাদেশ এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে। সেখানে শাহরিয়ার খানও উপস্থিত হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান ও শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান থিলাঙ্গা সুমাথিপালার সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে স্থানীয় গণমাধ্যমে তিনি জানান, ‘বাংলাদেশের একটি দল পাকিস্তানে সফরে যাচ্ছে। সেটা তাদের হাই পারফরমেন্স দল। আমি নিশ্চিত বাংলাদেশের হাই পারফরমেন্স দল পাকিস্তান সফরে যাওয়ার পর বাংলাদেশ জাতীয় দল পাকিস্তান সফর করবে। এছাড়া, আগামী জুলাই-আগস্টে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। ’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য নির্দিষ্ট করে হাই পারফরমেন্স দলের কথা বলেননি। তিনি আগেই জানিয়েছিলেন, ‘একটি বয়সভিত্তিক দল পাকিস্তানে পাঠানো হবে। ’

এদিকে, শাহরিয়ার খান আরও জানান, ‘বাংলাদেশ জাতীয় দল পাকিস্তান সফরে যাবে। তবে, আপাতত তারা জাতীয় দল পাঠাতে চাইছে না। এমনটি হলে আমরা দুই পক্ষই আবারো বসবো। নিরপেক্ষ কোনো ভেন্যুতে খেলা যায় কি না সেটি নিয়ে আলোচনা হবে। আমরা নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেও বেছে নিতে পারি। ’

পাকিস্তান সফরে না যাওয়ার কারণে পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্ষতিপূরণ চাইলে কোনোভাবেই ক্ষতিপূরণ পিসিবিকে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া, পাকিস্তানের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা প্রসঙ্গে পিসিবি থেকে বিসিবি আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি বলে বাংলানিউজকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে মাথাও ঘামাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।

শাহরিয়ার এ প্রসঙ্গে জানান, ‘আমরা আলোচনা শেষেই আর্থিক বিষয়গুলোতে একমত হব। এবার যদি আমরা সেখানে যাই, তাহলে এটি হবে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের তৃতীয় সফর। ’

আগামী মে মাসে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু, তাতে সম্মতি জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে, আগামী জুলাইয়ে পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান।

এর আগে ২০১৫ সালে দুটি সফর থেকে সরে দাঁড়ানোর কারণে পিসিবিকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছে বিসিবি। ২০১২ সালে প্রতিশ্রুত সফরে না যাওয়ার কারণে ২০১৫ সালের এপ্রিলে পিসিবিকে তিন লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয় বিসিবি। পরের মাসে পাকিস্তান বাংলাদেশ সফরে এসেছিল। সেই সফরে এসে টাইগারদের কাছে নাকানি-চুবানি খেয়েছিল পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ আর টি-টোয়েন্টি সিরিজেও হেরেছিল পাকিস্তানিরা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।