ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে ফিরতে তর সইছে না কোহলির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
মাঠে ফিরতে তর সইছে না কোহলির বিরাট কোহলি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ডান কাঁধের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ (চতুর্থ) টেস্টে ছিটকে যান। শুধু তাই নয়, আসন্ন দশম আইপিএলের শুরুর দিকে বিরাট কোহলিকে দলের বাইরে থাকতে হচ্ছে। পূর্ণ ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস।

নিজের সেরাটা নিয়ে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ কোহলি। অফিসিয়াল টুইটার পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া খুব ভালোভাবে এগোচ্ছে বলে ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অধিনায়ক।

খুব শিগগিরই খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছেন কোহলি, ‘আমার পুনবার্সন ভালো চলছে এবং মাঠে ফিরতে তর সইছে না। সমর্থকদের উদ্দেশে বলছি আরসিবি’কে সমর্থন দিয়ে যান। আমরা যেন ভালো শুরু করতে পারি তা নিশ্চিত করতে হবে। ’

শুরুর দিকের কয়েকটি ম্যাচ মিস করবেন কোহলি। ঠিক কবে নাগাদ খেলায় ফিরবেন তা নির্ধারণে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তার ফিটনেস মূল্যায়ন করা হবে। এক বিবৃতিতে এমনটিই নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আগামী ৫ এপ্রিল (বুধবার) দশম আইপিএলের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে লড়বে গতবারের দুই ফাইনালিস্ট চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলিকে ছাড়াই নামতে হচ্ছে বেঙ্গালুরুকে। হায়দ্রাবাদের হয়ে মোস্তাফিজুর রহমান খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়!

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।