ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নের লক্ষ্যেই খেলবে প্রাইম দোলেশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
চ্যাম্পিয়নের লক্ষ্যেই খেলবে প্রাইম দোলেশ্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটি লিগের গত তিনটি মৌসুমেই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ছিল প্রাইম দোলেশ্বর। গেল দুই আসরে রানারআপের তকমা নিয়ে মৌসুম শেষ করা দলটি ২০১৩-১৪ মৌসুমে শেষ করেছিল তৃতীয়স্থানে থেকে।

আর বিগত আসরগুলোর এমন দুর্দান্ত ধারাবাহিতকা এই মৌসুমেও দলটি ধরে রাখবে বলে জানালেন দলের অলরাউন্ডার সাইদ সরকার। রোববার (২ এপ্রিল) মিরপুর ক্রিকেট একাডেমিতে তিনি একথা বলেন।

সাইদ জানান, ‘সব সময় চ্যাম্পিয়নশিপের জন্যই প্রাইম দোলেশ্বর ফাইট করে। এবারও চ্যাম্পিয়নের জন্যই খেলবো আমরা সবাই। ’

অলরাউন্ডার সাইদ সরকার গত মৌসুমে খেলেছেন ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)’র হয়ে। তবে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। ৫ ম্যাচে তার উইকেট ছিল ৮টি। আর ব্যাট থেকে আসে ২০০ রান।

একমাত্র অর্ধশতকটি ছিল তার এবারের ক্লাব প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। তবে এবারের লক্ষ্যটি আরও বড়। চাইছেন সেরা পারফরমেন্স দিয়েই বিপিএল ও জাতীয় দলের হয়ে মাঠে নামতে, ‘প্রিমিয়ার ক্রিকেট লিগ থেকেই বিপিএল ও জাতীয় দলে সুযোগ পাওয়া যায়। আমিও সেই লক্ষ্যেই খেলবো। আমার ইচ্ছা থাকবে অলরাউন্ডার হিসেবে নিজের সেরা পারফর্ম করা। ’

এদিকে প্রিমিয়ার লিগের এবারের আসরে জাতীয় দলের কোনো পুলের প্লেয়ার নেয়নি প্রাইম দোলেশ্বর। তবে সেটা না থাকলেও যারা আছেন তারা মন্দ নন। শাহরিয়ার নাফিস, আরাফাত সানি, চতুরঙ্গ ডি সিলভা ও ইমতিয়াজের মতো পারফর্মাররা জ্বলে উঠলে চ্যাম্পিয়নশিপের লড়াইটি কঠিন হবে না বলে মত তার।

সাইদ যোগ করেন, ‘আমাদের দলটা অন্যান্য দলের চেয়ে অনেক ভালো। জাতীয় দলের প্লেয়ার থাকলেই দল ভারসাম্যপূর্ণ হবে বিষয়টি এমন না। ঘরোয়া লিগের প্লেয়াররাও পারফর্ম করে। আর তারা পারফর্ম করলে এমনিতেই চ্যাম্পিয়ন হবো। ’

১২ এপ্রিল থেকে ১২টি ক্লাবের অংশগ্রহণে দেশের তিনটি ভেন্যুতে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসর।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।