তবে জায়গা পাননি সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের ‘সিরিজ সেরা’ নির্বাচিত হওয়া কুশাল মেন্ডিস।
মূলত টানা ক্রিকেট খেলার মধ্যে থাকার কারণে কুশল মেন্ডিসকে বিশ্রামের জন্য সুযোগ করে দিতেই রাখা হয়নি টি-২০ স্কোয়াডে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক সনথ জয়সুরিয়া।
অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের জন্য ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া কুশাল পেরেরাও ফিরেছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। যদিও মারমুখী এ ব্যাটসম্যানের আসন্ন সিরিজে খেলা নিয়ে রয়েছে শঙ্কা। ম্যাচের আগে ফিটনেস প্রমাণ করতে পারলে তবেই তিনি খেলবেন।
শ্রীলঙ্কার প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন শতভাগ ফিট হলে তবেই একাদশে জায়গা পাবেন কুশাল পেরেরা। টি-২০ সিরিজের আগে ফিটনেস ফিরে না পেলে দল থেকে আবারো ছিটকে যেতে পারেন বাঁ-হাতি উদ্বোধনী এ ব্যাটসম্যান।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ যাওয়ার পর এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়নি দিনেশ চান্দিমালকে। আর শ্রীলঙ্কা শিবিরে ফেরার জন্য নিয়মিত অধিনায়ক ম্যাথিউসের অপেক্ষাটা আপাতত আরো বাড়ছে। ফলে অধিনায়ক হিসেবে উপুল থারাঙ্গাই থাকছেন।
এছাড়া টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো খেলা অলরাউন্ডার থিসারা পেরেরাও দলে ফিরেছেন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে ছিলেন না তিনি।
উল্লেখ্য, চলতি মাসের ৪ ও ৬ তারিখ স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াডঃ উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, দানুশকা গুনাথিলাকা, কুশাল পেরেরা, লাথিস মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, ভিকুম সঞ্জয়, মিলিন্দা শিরিওয়ার্ধনে, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, লক্ষন সান্দাকান, সেহান জয়সুরিয়া।
স্ট্যান্ডবাই: সানদুন উরাকোদোয়।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
এমএমএস