ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে প্রেমাদাসায় বাংলাদেশের প্রথম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
টি-টোয়েন্টিতে প্রেমাদাসায় বাংলাদেশের প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশের দল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রায় চার বছর পর কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে নামার অপেক্ষায় বাংলাদেশ দল। এই গ্রাউন্ডে এবারই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে টাইগাররা। দু’টি ম্যাচই একই ভেন্যুতে।

প্রেমাদাসায় এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দু’টি টেস্ট ও ৮টি ওয়ানডে।

একটিতেও জয়ের দেখা পায়নি। ২০১৩ সালের মার্চে টেস্ট ছিল এই মাঠে সবশেষ ম্যাচ। ওয়ানডেতে দু’দলের শেষবার দেখা হয় প্রায় ১০ বছর আগে (২০০৭ সালের জুলাইয়ে)। অতীতের পরিসংখ্যান ভুলে বদলে যাওয়া টিম বাংলাদেশের সামনে এবার প্রেমাদাসা জয়ের ‍হাতছানি!

মঙ্গলবার (৪ এপ্রিল) দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ৬ এপ্রিল দ্বিতীয় টি-২০। এর আগে টেস্টের (দুই ম্যাচ) পর তিন ম্যাচের ওডিআই সিরিজও শেষ হয় ১-১ সমতায় (দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত)।

বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও বটে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ওয়ানডে সিরিজ বাঁচিয়ে ছন্দে ফেরে লঙ্কানরা। সে যাই হোক, ভিন্ন ফরমেটে ইতিবাচক ফলাফলে চোখ ‍রাখছে মাশরাফি বিন মর্তুজার দল।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পাঁচবারের দেখায় চারটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও বাংলাদেশ শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে সবশেষ ম্যাচের জয়।

গত বছরের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এ ফরমেটে প্রথম জয়ের স্বাদ নেয় টাইগাররা। ২৮ ফেব্রুয়ারির ম্যাচটিতে সাব্বির রহমানের ঝড়ো ইনিংসে (৫৪ বলে ৮০) বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩ রানে হার মানে লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ৩ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।