ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের পর বিগ ব্যাশে গ্যারি কারস্টেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
আইপিএলের পর বিগ ব্যাশে গ্যারি কারস্টেন গ্যারি কারস্টেন/ছবি: সংগৃহীত

ভারত, দক্ষিণ ‍আফ্রিকা, দিল্লি ডেয়ারডেভিলসের পর এবার বিগ ব্যাশে কোচিং ভূমিকায় দেখা যাবে গ্যারি কারস্টেনকে। হোবার্ট হারিকেন্সের সঙ্গে দু’বছরের চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। বরখাস্ত হওয়া ডেমিয়েন রাইটের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক প্রোটিয়া তারকা। মাত্র তিন পয়েন্টে সপ্তম স্থানে থেকে গত আসর শেষ করেছিল হোবার্ট।

কোচ হিসেবে অভিজ্ঞ ৪৯ বছর বয়সী কারস্টেন। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী কোচ তিনি।

তার অধীনে টেস্টের নাম্বার ওয়ান পজিশন দখল করে টিম ইন্ডিয়া। ভারত অধ্যায় শেষে নিজ দেশ দ. আফ্রিকার দায়িত্ব কাঁধে নেন। প্রোটিয়ারাও সাদা পোশাকে নিজেদের শীর্ষস্থানে নিয়ে যায়।

আন্তর্জাতিক কোচিংয়ের পর আইপিএলে নাম লেখান কারস্টেন। দু’বছর (২০১৩-১৫) দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে কাজ করেছিলেন। এবার তার সামনে বিগ ব্যাশ চ্যালেঞ্জ।

হোবার্টের কোচ হতে পেরে উচ্ছ্বাসই ঝরে কারস্টেনের কণ্ঠে, ‘আমি বিগত বছরগুলোতে বিগ ব্যাশ বেশ উপভোগ করেছি। হারিকেন্সকে (হোবার্ট) কোচিং করানোর সুযোগের জন্য সত্যিই উন্মুখ হয়ে আছি। আমার লক্ষ্য হারিকেন্সকে খেলোয়াড়দের পছন্দের ক্লাবে পরিণত করতে সাহায্য করা। ক্লাবের ধারাবাহিক সাফল্য এনে দিতে চোখ রাখছি। ’

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ৩ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।