জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল শুরু হয় গত ১৭ মার্চ। দুইদিনে সম্পন্ন হয় এবারের দলবদলের প্রাথমিক ধাপ।
তবে জাতীয় দলের ক্রিকেটাররা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করায় পুলের বড় অংশের প্লেয়াররা তখনও পর্যন্ত নিজ নিজ দলে নিবন্ধন করতে পারেননি। নিবন্ধন উন্মুক্ত থাকায় দেশে ফিরে তারাও নেমে পড়বেন ২০১৬-১৭ মৌসুমের দল বদলের নিবন্ধনে।
কিন্তু, ততদিন পর্যন্ত বসে থাকতে চায়নি গাজী গ্রুপ ক্রিকেটার্স। ক্লাবের প্রতিনিধি হিসেবে ম্যানেজার সোহেল রানা কলম্বোতে উপস্থিত হয়ে সাকিবের সঙ্গে লিখিত চুক্তি সেরেছেন। ম্যাচপ্রতি প্রায় সাড়ে ৫ লাখ টাকায় গাজী গ্রুপে নাম লিখিয়েছেন সাকিব। এ সময় সেখানে সিসিডিএম প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম বিভাগ ক্রিকেট লিগের সমন্বয়ক রফিকুল ইসলাম।
গত প্রিমিয়ার লিগে সাকিব ছিলেন আবাহনীতে। সেবার দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। বিদেশি ক্রিকেটার হিসেবে খেলে গেছেন ভারতীয় তারকা ইউসুফ পাঠান। এবারো তামিমকে আবাহনীতে দেখার প্রত্যাশা করা হচ্ছিল। তবে, আবাহনী ছেড়ে তামিম মোহামেডানে খেলবেন বলে জানিয়েছেন।
দলবদলের প্রথম ধাপে গাজী গ্রুপ ক্রিকেটার্স দলে ভিড়িয়েছে মুমিনুল হক, নাসির হোসেন, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিনন বাবু, মো: জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, নাইম ইসলাম, নাদিফ চৌধুরী, আবু হায়দার রনি ও মহিউদ্দিন বেলালদের।
সিসিডিএম কর্তৃক পূর্ব ঘোষিত তারিখ ৭ এপ্রিল বদলে ১২ এপ্রিল থেকে দেশের তিনটি ভেন্যুতে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। গত শনিবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে বিসিবি। ১২টি ক্লাবের অংশগ্রহণে বিকেএসপির দুটি ভেন্যুসহ ফতুল্লায় অনুষ্ঠিত হবে সবগুলো খেলা। লিগে প্রতি দলে তিনজন পুলের খেলোয়াড়ের পাশাপাশি একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে ক্লাবগুলো।
পুলে থাকা ১৯ ক্রিকেটারের সবাই পাচ্ছেন ৩০ লাখ টাকার বেশি। তবে এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। জানা গেছে ৬০ লাখ টাকায় গত মৌসুমে শেখ জামালের হয়ে খেলা এই টাইগার মিডলঅর্ডার যোগ দিয়েছেন আবাহনীতে। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলের দশম আসরে অংশ নেবেন সাকিব। প্রায় একই সময়ে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এই আসর। তাই সাকিবের জায়গায় অলরাউন্ডার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে টানে আবাহনী। আইপিএলের মাঝে সাকিবকে দুই-একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলাতে চাইলে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৭
এমআরপি