ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব চ্যাম্পিয়নদের অবনতি, পাকিস্তানের উন্নতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
বিশ্ব চ্যাম্পিয়নদের অবনতি, পাকিস্তানের উন্নতি বিশ্ব চ্যাম্পিয়নদের অবনতি, পাকিস্তানের উন্নতি-ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে চার ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে জিতে দুই ধাপ এগিয়ে চতুর্থস্থান দখল করেছে পাকিস্তান। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা চার থেকে দুই ধাপ নেমে ষষ্ঠস্থানে অবনমন হয়েছে।

আগামীকাল (৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টি-২০ সিরিজ। আর এই দুই দলের সামনেই থাকছে রেটিং পয়েন্ট এগিয়ে নেওয়ার সুযোগ।

পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সাত উইকেটের বড় জয় পায় পাকিস্তান। আর সিরিজ জয়ের ফলে ১১৩ থেকে তিন রেটিং পয়েন্ট বেড়ে ১১৬তে গিয়ে পৌঁছায় সরফরাজ আহমেদের দল। অন্যদিকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ১১৬ পয়েন্ট থেকে চার পয়েন্ট খুঁইয়ে ১১২তে নেমে যায়। ফলে র‌্যাঙ্কিংয়েও অবনমন হলো দলটির।  

র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করা বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৭২। নয় নম্বরে থাকা আফগানিস্থানের রেটিং পয়েন্ট ৮৪। আর অষ্টমস্থানে থাকা লঙ্কানদের রেটিং পয়েন্ট ১০১। একধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১০।

১২৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তিন পয়েন্ট কমে দ্বিতীয়স্থানে ভারত ও ১১৭ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় দক্ষিণ আফ্রিকা। আর পাকিস্তানের পরে ১১৪ রেটিং নিয়ে ইংল্যান্ডের অবস্থান পাঁচে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।