সেমিফাইনাল পর্যন্ত বৃষ্টিহীন যাওয়ার পর অবশেষে ফাইনালে এসে বৃষ্টির দেখা ফেল ইমার্জিং টিমস এশিয়ান কাপ ক্রিকেট। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
সোমবার (৩ এপ্রিল) নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই উইকেটসহ আউটফিল্ড ত্রিপলে ঢেকে ফেলা হয়। আম্পায়াররা কয়েক দফায় এসে উইকেট দেখে যান। বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বস্তির খবর হল-বৃষ্টির তোপ কমেছে। আউটফিল্ড থেকে ত্রিপল উঠিয়ে নেওয়ার তোড়জোড় চলছে। খেলা শুরুর চেষ্টা হচ্ছে।
৩০ মিনিট পিছিয়ে দুপুর আড়াইটায় খেলা শুরু করার সম্ভাব্য সময় দেখানো হচ্ছে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
টিএইচ/আইএসএ/টিসি