ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০১৫ সালের জুলাইয়ে বাংলাদেশে এসে দুটি টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে ক্রিকইনফোর বরাত দিয়ে জানা যায়, এখনও ক্রিকেট অস্ট্রেলিয়া চাচ্ছে তারা বাংলাদেশ সফরে আসবে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট ফরম্যাটের দিকেই জোর দিচ্ছে। কারণ সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে সাদা পোশাকে দাপুটে ক্রিকেট খেলছে টাইগাররা। এছাড়া সদ্যই শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি রয়েছে মুশফিক-তামিম-তাসকিন-সাকিবদের।
পাশাপাশি অজিদের বিপক্ষে খেলার জন্য সময় নিয়েও চিন্তা করতে হচ্ছে বিসিবিকে। কেননা জুলাই ও আগস্টে পাকিস্তানের বিপক্ষে রয়েছে সিরিজ। আর সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে বারবার বিবেচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে নিকট ভবিষ্যতে সফরটির ব্যাপারে আশাবাদীও তারা। সিএ’এর এক মুখপাত্র এ ব্যাপারে জানিয়েছেন, ‘বাংলাদেশ সফরের ব্যাপারে আমারা এখনও আশাবাদী, তবে ক্রিকেটার ও কর্মকর্তাদের নিরাপত্তাটাই আমাদের কাছে মুখ্য। এ ব্যাপারে আমরা নিয়মিতভাবে অস্ট্রেলিয়ার সিকিউরিটি ইন্টিলিজেন্স অরগানাইজেশনস, ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এবং আমাদের নিজস্ব নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করছি। বাংলাদেশ সফরে যাতে কোনো রকম ঝুঁকি না থাকে সেটিই আমরা নিশ্চিত করছি। ’
দু’দেশের সিরিজের ব্যাপারে সিএ ও বিসিবির মধ্যে এখনও আলোচনা চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৭
এমএমএস