ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় শিরোপায় চোখ সাকিবদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
তৃতীয় শিরোপায় চোখ সাকিবদের ছবি: সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের সহ-অধিনায়ক সূর্য্যকুমার যাদব জানিয়েছেন, আসন্ন আইপিএলের শিরোপা জিততে প্রস্তুত তারা। দশম আসরের মধ্যদিয়েই কলকাতা নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলতে চাইছে বলেও জানান তিনি।

তারকা অভিনেতা শাহরুখ খানের দলটি এর আগে দুইবার শিরোপা জিতেছে। ক্লাবের জার্সিতে তাই রয়েছে দুটি তারকা চিহ্ন।

এবার শিরোপা জেতার মাধ্যমে পরেরবার তিনটি তারকা চিহ্নের জার্সি নিয়ে খেলতে চান সূর্য্যকুমার।

তিনি জানান, ‘গতবারের কথা মাথায় রেখে এবার খেলবো না। নতুন আসরে নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামবো আমরা। যাতে করে পরেরবার তিনটি তারকা নিয়ে খেলতে পারি। তৃতীয় শিরোপা জিততেই এবার মাঠে থাকবো আমরা। বিশ্ব ক্রিকেটে আইপিএল সেরা টি-টোয়েন্টি আসর। আর কলকাতা সেরা দল হিসেবেই থাকছে। ’

নিজের দায়িত্ব নিয়েও মুখ খুলেছেন কলকাতার এই সহ-অধিনায়ক। তিনি জানান, ‘দলের প্রয়োজনে আমি তিন নম্বর পজিশনে ব্যাট হাতে নামবো। যেহেতু তিন নম্বর পজিশনটি টি-টোয়েন্টি ফরমেটে গুরুত্বপূর্ণ, তাই আমার ভূমিকাও গুরুত্বপূর্ণ। দলের প্রয়োজনে আমি সেরাটা দিয়েই খেলবো। মিডলঅর্ডারের ব্যাটসম্যানদের সঙ্গে আমাকে খেলতে হবে। তাই আমার কাঁধে দায়িত্বও বেশ বড়। গতবারের মতো আমরা শিরোপা হারাতে চাই না। এবার সেরাটা দিয়েই খেলবে কলকাতা। ’

কলকাতা দুইবার আইপিএলের ফাইনালে উঠেছিল। দুইবারই দলটি চ্যাম্পিয়নের শিরোপা জেতে। ২০১২ সালে প্রথমবারের মতো ফাইনালে ওঠে ৫ উইকেটের জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। দ্বিতীয়বার ২০১৪ সালে শিরোপা জিতেছিল। সেবার কিংস ইলিভেন পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপার উল্লাসে মেতেছিল সাকিবরা।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।