স্বাগতিকদের নেতৃত্বে রয়েছেন জ্যাসন হোল্ডার। স্কোয়াডে রাখা হয়নি ওপেনার ক্রেইগ ব্রাথওয়েইটকে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৭ এপ্রিল। দ্বিতীয় ম্যাচ ৯ ও তৃতীয় ম্যাচটি ১১ এপ্রিল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে গায়ানায়।
গত ইংল্যান্ড সিরিজে বাজে পারফর্ম করা ক্যারিবীয় ওপেনার এভিন লুইসকে স্কোয়াডে রাখা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সদ্যই শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৯১ রানের বিস্ফোরক এক ইনিংস খেলার সুবাদে ওয়ানডেতেও রাখা হয় লুইসকে। উইকেটরক্ষক চ্যাডউইক ওয়ালটন সুযোগ পেয়েছেন ঘোষিত স্কোয়াডে। ২০১৪ সালের ৮ জানুয়ারি সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি। ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান ক্যারিবীয়ানদের হয়ে মাত্র ৫টি ওয়ানডে খেলেছেন।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:
জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জোনাথন কার্টার, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জ্যাসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কাইরন পাওয়েল, রভম্যান পাওয়েল ও চ্যাডউইক ওয়ালটন।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৭
এমআরপি