ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন বছর পর ওয়ানডে দলে ওয়ালটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
তিন বছর পর ওয়ানডে দলে ওয়ালটন ছবি: সংগৃহীত-তিন বছর পর ওয়ানডে দলে ওয়ালটন

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-১ এ হেরেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজে মাঠে নামবে ক্যারিবীয়ানরা। ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড ১৩ সদস্যের দল ঘোষণা করেছে।

স্বাগতিকদের নেতৃত্বে রয়েছেন জ্যাসন হোল্ডার। স্কোয়াডে রাখা হয়নি ওপেনার ক্রেইগ ব্রাথওয়েইটকে।

দলে নেই সুনীল নারাইন, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, সুলেমান বেন, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেলদের মতো তারকারা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৭ এপ্রিল। দ্বিতীয় ম্যাচ ৯ ও তৃতীয় ম্যাচটি ১১ এপ্রিল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে গায়ানায়।

গত ইংল্যান্ড সিরিজে বাজে পারফর্ম করা ক্যারিবীয় ওপেনার এভিন লুইসকে স্কোয়াডে রাখা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সদ্যই শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৯১ রানের বিস্ফোরক এক ইনিংস খেলার সুবাদে ওয়ানডেতেও রাখা হয় লুইসকে। উইকেটরক্ষক চ্যাডউইক ওয়ালটন সুযোগ পেয়েছেন ঘোষিত স্কোয়াডে। ২০১৪ সালের ৮ জানুয়ারি সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি। ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান ক্যারিবীয়ানদের হয়ে মাত্র ৫টি ওয়ানডে খেলেছেন।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:
জ্যাসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জোনাথন কার্টার, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জ্যাসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কাইরন পাওয়েল, রভম্যান পাওয়েল ও চ্যাডউইক ওয়ালটন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।