ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ রাসেলের জায়গায় কলকাতায় ‘বুড়ো’ অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
নিষিদ্ধ রাসেলের জায়গায় কলকাতায় ‘বুড়ো’ অলরাউন্ডার ছবি: সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সে নতুন করে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের ‘বুড়ো’ অলরাউন্ডার খ্যাত কলিন ডি গ্রান্ডহোম। ক্যারিবীয় তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নিষেধাজ্ঞায় গ্রান্ডহোমকে নিশ্চিত করেছে কলকাতা।

আমাগী ০৫ এপ্রিল শুরু হতে যাচ্ছে আইপিএলের দশম আসর। কলকাতা নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলতে ঘর গুছিয়েছে।

তারকা অভিনেতা শাহরুখ খানের দলটি এর আগে দুইবার শিরোপা জিতেছিল।

এর আগের আসরগুলোতে সাকিবদের সতীর্থ হিসেবে খেলেছিলেন আন্দ্রে রাসেল। দলের এই গুরুত্বপূর্ণ অলরাউন্ডার এবার আইপিএলে যোগ দিতে পারছেন না। ডোপিং কেলেঙ্কারিতে তাকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আগামী জুলাইয়ে ৩১ বছরে পা রাখতে যাওয়া গ্রান্ডহোম গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের হয়ে টেষ্টে অভিষিক্ত হন। পাকিস্তানের বিপক্ষে অভিষেকটা স্মরণীয় করে রাখার পাশাপাশি বিশ্ব ক্রিকেটকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কিউই এ পেস বোলিং অলরাউন্ডারের তোপে পড়ে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। মাত্র ৪১ রানে ৬ উইকেট নিয়ে গ্রান্ডহোম গড়েছেন নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের কীর্তি।

এবার আইপিএলের নিলামে দল না পেলেও আন্দ্রে রাসেলের নিষেধাজ্ঞায় কলকাতার হয়ে সুযোগ পাচ্ছেন। ‘বুড়ো’ অলরাউন্ডার তৃতীয় শিরোপা জেতাতে কলকাতাকে কতটুকু সাহায্য করবে সেটা সময়ই বলে দেবে।

কলকাতা দুইবার আইপিএলের ফাইনালে উঠেছিল। দুইবারই দলটি চ্যাম্পিয়নের শিরোপা জেতে। ২০১২ সালে প্রথমবারের মতো ফাইনালে ওঠে ৫ উইকেটের জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। দ্বিতীয়বার ২০১৪ সালে শিরোপা জিতেছিল। সেবার কিংস ইলিভেন পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপার উল্লাসে মেতেছিল সাকিবরা। এবার চোখ তৃতীয় শিরোপায়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।