মঙ্গলবার (৪ এপ্রিল) দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
টি-২০ টিম র্যাংকিংয়ে উন্নতিতে চোখ রাখছে দশম স্থানে থাকা বাংলাদেশ। এ সিরিজটিতে শতভাগ সাফল্য পেলেও অবস্থানের পরিবর্তন হবে না। তাতে কী! আফগানিস্তানের (৮৪) সঙ্গে ব্যবধানটা কমে আসবে।
লঙ্কানদের ২-০ ব্যবধানে হারাতে পারলে ৫ রেটিং পয়েন্ট অর্জন করবে টাইগাররা। সমান পয়েন্ট হারাবে স্বাগতিকরা। ১০১ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে আট নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা। কোনো ম্যাচ জিততে না পারলেও বাংলাদেশের ভয়ের কিছু নেই! মাত্র ১ রেটিং পয়েন্ট হাতছাড়া হবে।
সবার শীর্ষে নিউজিল্যান্ড। তিন রেটিং পয়েন্ট পিছিয়ে দুইয়ে ভারত (১২৪)। ১১৭ রেটিং পয়েন্টে তিনে দক্ষিণ আফ্রিকা। এরপর যথাক্রমে পাকিস্তান (১১৬), ইংল্যান্ড (১১৪), ওয়েস্ট ইন্ডিজ (১১২), অস্ট্রেলিয়া (১১০)।
প্রসঙ্গত, ১-১ সমতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৬-তে। সিরিজের আগে ছিল ৬১। আট নম্বরে থাকা ক্যারিবীয়দের সঙ্গে ব্যবধান এখন মাত্র ৩ রেটিং পয়েন্টের।
তিন ম্যাচের ওডিআই সিরিজও ১-১ সমতায় (দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত) শেষ করে চন্ডিকা হাতুরুসিংহের শিষ্যরা। এক রেটিং পয়েন্ট উন্নতিতে লঙ্কানদের টপকে ছয়ে ওঠার মিশনে আরো এক ধাপ এগিয়ে যায় মাশরাফির দল। দু’দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ৯৮, ৯২।
বাংলাদেশে সময়: ১২২৯ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০১৭
এমআরএম