ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

যতদিন ফিট থাকবেন ওয়ানডে খেলে যাবেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
যতদিন ফিট থাকবেন ওয়ানডে খেলে যাবেন মাশরাফি যতদিন ফিট থাকবেন ওয়ানডে খেলে যাবেন মাশরাফি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অনেকটা হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সীমিত ওভারের ক্রিকেটে যতদিন ফিট থাকবেন ওয়ানডে খেলে যাবেন বাংলাদেশ অধিনায়ক। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমনটিই জানিয়েছেন। তার চোখে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক দলের জন্য অপরিহার্য।

পাপনের বরাত দিয়ে সংবাদভিত্তিক কয়েক টেলিভিশন চ্যানেলে এমন খবরই প্রচার হচ্ছে। মঙ্গলবার (৪ এপ্রিল) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসের পরই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে বিদায়ের ঘোষণা দেন মাশরাফি।

তার আগেই অবশ্য ফেসবুকে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এটিই হবে টি-টোয়েন্টিতে তার শেষ সিরিজ।

একই গ্রাউন্ডে টি-টোয়েন্টির জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মাশরাফি। প্রথম ম্যাচ হারায় টাইগারদের সামনে সিরিজ বাঁচানোর লড়াইও বটে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

যেটি হবে ৩৩ বছর বয়সী ‍মাশরাফির ক্যারিয়ারের ৫৪তম টি-টোয়েন্টি। ৫৩ ম্যাচে ৪১টি উইকেট নিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’। ওয়ানডেতে এখন পর্যন্ত ১৭২ ম্যাচে তার দখলে ২২৫টি উইকেট। আর সাদা পোশাকে তাকে সবশেষ দেখা গেছে ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৩৬ টেস্টে উইকেটসংখ্যা ৭৮।

জুনে চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ। আগামী ১২ মে প্রথম ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে মাশরাফির দল।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৭
এমআরএম

আরও পড়ুন...
** মাথা উঁচু করে মাশরাফির বিদায় চায় বাংলাদেশ
** মাশরাফি বন্দনায় মুশফিক-তামিমরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।