ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-২০’র চমকে টেস্ট দলেও তরুণ শাহদাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
টি-২০’র চমকে টেস্ট দলেও তরুণ শাহদাব টেস্ট দলেও তরুণ শাহদাব-ছবি:সংগৃহীত

টি-টোয়েন্টি অভিষেকের ১০ দিন পরেই চমক দেখিয়ে টেস্ট দলে ডাক পেলেন পাকিস্তানের ১৮ বছর বয়সী লেগ স্পিনার শাহদাব খান। মিসবাহ-উল-হককে অধিনায়ক করে ১৬ সদস্যে দল ঘোষণা করেছে পাকিস্তান। কিংস্টনে ২১ এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্টের প্রথমটি খেলবে পাকিস্তান।

সদ্য শেষ হওয়া দু’দলের চার ম্যাচের টি-টোয়েন্ট সিরিজে প্রথমটিতে অভিষেক হয় শাহদাবের। আর অভিষেকেই চার ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে তিন উইকেট তুলে নেন।

আর পুরো সিরিজের সবকটি ম্যাচ খেলে ৪.৭৩ ইকোনোমিতে সর্বোচ্চ ১০টি উইকেট তুলে নেন। চমকের কথা সিরিজে প্রতিটি উইকেট নিতে ডানহাতি শাহদাব মাত্র ৭.৫০ রান খরচ করেছেন।  

শাহদাব ছাড়াও এখন পর্যন্ত টেস্ট না খেলা উসমান সালাহউদ্দিন, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আসগর সুযোগ পেয়েছেন। এছাড়া দলে ফিরেছেন আহমেদ শেহজাদ ও শান মাসুদ।

গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে বাজে খেলা পাকিস্তান দল থেকে সাতজন ক্রিকেটারকে বাদ পড়তে হয়েছে। এদের মধ্যে শারজিল খান, সোহেল খান, সামি আসলাম, রাহাত আলী, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ ও ইমরান খান দলে নিজেদের জায়গা ধরে রাখতে পারেননি।

পাকিস্তান স্কোয়াড পরিবর্তন
ইন: আহমেদ শেহজাদ, শাহদাব খান, শান মাসুদ, উসমান সালাউদ্দিন, হাসান আলী, মোহাম্মদ আব্বাস।

আউট: শারজিল খান, সোহেল খান, সামি আসলাম, রাহাত আলী, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, ইমরান খান।

পাকিস্তান টেস্ট দল: মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, শান মাসুদ, বাবর আজম, ইউনিস খান, আসাদ শফিক, সরফরাজ আহমেদের (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), উসমান সালাউদ্দিন, ইয়াসির শাহ, শাহদাব খান, মোহাম্মদ আসগর, মোহাম্মদ আমির, ওহাব রিয়াজ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।