ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজ-কোহলিহীন ম্যাচে যুবরাজের তাণ্ডব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
মোস্তাফিজ-কোহলিহীন ম্যাচে যুবরাজের তাণ্ডব ছবি: সংগৃহীত

দশম আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ আর গতবারের রানার্সআপ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্রথম ম্যাচে ৩৫ রানের জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ।

দুই দলের দুই সেরা তারকা ছিলেন না।

হায়দ্রাবাদের হয়ে মাঠে নামতে পারেননি জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর কাঁধের ইনজুরিতে ছিলেন না বেঙ্গালুরুর দলপতি বিরাট কোহলি। হায়দ্রাবাদের অধিনায়ক ছিলেন আগেরবারের দলপতির দায়িত্ব পালন করা ডেভিড ওয়ার্নার। আর কোহলির পরিবর্তে বেঙ্গালুরুর দায়িত্ব পালন করেন শেন ওয়াটসন।

হায়দ্রাবাদের মাঠে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে দলটি তোলে ২০৭ রান। জবাবে, ১৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে বেঙ্গালুরু তোলে ১৭২ রান।

হায়দ্রাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নার ১৪ রানে বিদায় নিলেও আরেক ওপেনার শিখর ধাওয়ান ৩১ বলে করেন ৪০ রান। তিন নম্বরে নামা হেনরিকস ৩৭ বলে তিনটি চার আর দুটি ছক্কায় করেন ৫২ রান। চার নম্বরে ব্যাট হাসে নেমে ঝড় তুলেন যুবরাজ সিং। ১৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি মাত্র ২৭ বলে ৭টি চার আর তিনটি ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৬২ রান। ১৬ রানে অপরাজিত থাকেন দীপক হুদা। বেন কাটিংও ১৬ রানে অপরাজিত থাকেন।

বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট তুলে নেন টাইমাল মিলস, আনিকেত চৌধুরি, জুভেন্দ্র চাহাল আর স্টুয়ার্ট বিন্নি।

২০৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ২৪ রানে বিদায় নেন বেঙ্গালুরুর ওপেনার মানদিপ সিং। আরেক ওপেনার ক্রিস গেইল ২১ বলে দুটি চার আর তিনটি ছক্কায় করেন ৩২ রান। তিন নম্বরে নামা ট্রেভিস হেড করেন ৩০ রান। রান আউট হওয়ার আগে কেদার যাদব করেন ৩১ রান। তার ১৬ বলের ইনিংসে ছিল চারটি চার আর একটি ছক্কা।

বেঙ্গালুরুর দলপতি শেন ওয়াটসন ১৭ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন। স্টুয়ার্ট বিন্নি ১১ রানে বিদায় নেন। আর কেউ দলের হাল ধরতে না পারলে বেঙ্গালুরুর ইনিংস থামে ১৯.৪ ওভারে ১৭২ রানের মাথায়।

হায়দ্র্রাবাদের নতুন অস্ত্র আফগানিস্তানের রশিদ খান ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে তুলে নেন দুটি উেইকেট। আশিষ নেহারা ৪ ওভার বল করে ৪২ রান খরচায় নেন দুটি উইকেট। ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে আরও দুটি উইকেট পান ভুবনেশ্বর কুমার।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।