ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ও আইরিশদের বিপক্ষে নেই উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
বাংলাদেশ ও আইরিশদের বিপক্ষে নেই উইলিয়ামসন বাংলাদেশ ও আইরিশদের বিপক্ষে নেই উইলিয়ামসন-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের হয়ে খেলবেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনস। তার বদলে কিউইদের হয়ে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। আইপিএল খেলার কারণে উইলিয়ামসন সহ দলের মোট দশজন ক্রিকেটার স্কোয়াড নেই।

আগামী ১২ মে থেকে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হবে। এই সিরিজটি আইরিশদের মাটিতে হলেও এখনও ভেন্যু নিশ্চিত করা হয়নি।

আর ২৪ মে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে ২১ মে আইপিএলের ফাইনাল।

কিউইদের ওয়ানডেতে ২২তম অধিনায়ক নির্বাচিত হওয়া ল্যাথামকে অবশ্য প্রায় অনিয়মিত একটি দল নিয়েই খেলতে হবে। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন সেথ রেন্স ও স্কট কাগেলেজিন। এছাড়া টেস্ট অভিষেকের পাঁচ বছর পর ওডিআইতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন পেসার নেইল ওয়াগনার।

কিউইদের দলে আরও ডাকা হয়েছে পেসার হামিশ বেনেট, ব্যাটসম্যান হেনরি নিকোলস, কলিন মুনরো ও জর্জ ওয়ার্কারকে। কাউন্টি দল ওয়ারউইকশায়ারের হয়ে খেলা স্পিনার জিতেন প্যাটেল চতুর্থ ওয়ানডেতে যোগ দেবেন।

আইপিএলে উইলিয়ামসন ছাড়াও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও মার্টিন গাপটিলের মতো তারকা রয়েছেন।  

আইরিশদের বিপক্ষে ১৪ মে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।

ত্রি-দেশীয় সিরিজের জন্য নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হামিশ বেনেট, নেইল ব্রুম, স্কট কাগেলেজিন, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলাস, জিতেন প্যাটেল*, শেথ রেন্স, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেইলর, নেইল ওয়াগনার, জর্জ ওয়ার্কার।

* প্যাটেল চতুর্থ ওয়ানডে স্কোয়াডে যোগ দেবেন।

আইপিএলে নিউজিল্যান্ডের খেলোয়াড়: কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, অ্যাডাম মিলনে, মিচেল ম্যাকক্লেনাঘান, লাকি ফার্গুসন, কোরে অ্যান্ডারসন, ম্যাট হেনরি, কলিন ডি গ্র্যান্ডহোম।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।