ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিকে অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
মাশরাফিকে অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন মাশরাফিকে অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

নড়াইল: ওয়ানডে ক্রিকেটের সফল অধিনায়ক নাড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজাকে টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় শহরের রূপগঞ্জ প্রজন্ম চত্বরে ক্রিকেটপ্রেমী নড়াইলবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক কাত্তিক দাস, ব্যবসায়ী  আসলাম খান লুলু, গিয়াস উদ্দিন খান ডালু, নিমায় চন্দ্র পাল, ক্রীড়াবিদ আব্দুর রশিদ মন্নু, নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল প্রমুখ।

এ সময় বক্তারা, টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক পদে নড়াইল এক্সপ্রেস মাশরাফিকে ফিরে পাওয়ার জোর দাবি জানান।

 মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।