ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিম-মুশফিক অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
তামিম-মুশফিক অনিশ্চিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে। টাইগার ওপেনার তামিম ইকবাল আর ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিমের খেলা নাও হতে পারে এই ম্যাচে।

কলম্বোর বাতাসে গুঞ্জন উঠেছে সিরিজ বাঁচানোর ম্যাচে তামিমের জায়গায় প্রস্তুত করা হচ্ছে আরেক ওপেনার ইমরুল কায়েসকে। আর মুশফিকের জায়গায় স্ট্যাম্পের সামনে আর পেছনে দায়িত্ব পেতে পারেন নুরুল হাসান সোহান।

কোমরের সমস্যায় ভুগতে থাকা তামিমকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তবে, ম্যাচের আগে সুস্থবোধ করলে খেলতে পারেন তিনি। আর যদি তামিম পুরোপুরি সেরে না ওঠেন তাহলে ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে দেখা যাবে ইমরুল কায়েসকে।

এদিকে, টি-টোয়েন্টিতে খারাপ সময় পার করা মুশফিকের জায়গায় আসতে পারেন সোহান। এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহান।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। টেস্ট আর ওয়ানডে সিরিজে ড্র করার পর টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১-০ তে লিড ধরে রেখেছে লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০৬ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।