ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং ধার অব্যাহত রাখবেন নাফিস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
ব্যাটিং ধার অব্যাহত রাখবেন নাফিস ব্যাটিং ধার অব্যাহত রাখবেন নাফিস

ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটের গত তিনটি মৌসুমেই দারুণ ধারাবাহিক ছিলেন শাহরিয়ার নাফিস। বিসিএল, এনসিএল, প্রিমিয়ার লিগ এমনকি বিপিএলেও তার ব্যাট কথা বলেছে। নাফিসের ক্ষুরধার ব্যাটিংয়ে কচুকাটা হননি এমন বোলার খুব কমই পাওয়া যাবে।

নাফিস ভক্তদের জন্য সুখবর হলো ব্যাট হাতে তাদের প্রিয় ক্রিকেটারকে খুব অল্পদিনের মধ্যেই মাঠে দেখা যাবে।

আর মাত্র ৫ দিন পরেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের খেলা।

প্রিমিয়ার লিগে গত তিন মৌসুমে ব্যাটিং ধার এই মৌসুমেও অব্যাহত থাকবে বলে জানালেন এই বাঁহাতি স্টাইলিশ ব্যাটসম্যান, ‘গত তিন মৌসুমের ধারাবাহিকতা বজায় রেখে এই মৌসুম শেষ করতে চাই। ’

বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্রিমিয়ার লিগ নিয়ে এমন লক্ষ্যের কথা জানান নাফিস। ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলা নাফিসকে এবার দলে ভিড়িয়েছে প্রাইম দোলেশ্বর। আর নতুন দলের জন্য তার লক্ষ্যটা আরও স্বচ্ছ, ‘আমার প্রধান লক্ষ্য আমার দল প্রাইম দোলেশ্বরের হয়ে ভালো খেলা। প্রতিটি ম্যাচ জিততে সাহায্য করা। ’

এদিকে জাতীয় দলে ফিরতে প্রিমিয়ার লিগকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাফিস জানান, ‘আমাদের সময়ের যারা জাতীয় দলের বাইরে আছে তাদের জন্য প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ক্রিকেটের অন্যান্য লিগগুলো গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সবার মধ্যেই জাতীয় দলে ফেরার চিন্তা থাকে। আপনি যদি এখানে পারফর্ম না করেন, তাহলে পিছলে যাবার সম্ভাবনা থাকে। আমাদের দেশে সব সময়ই দেখি তরুণ ক্রিকেটারদের খেলানোর মানসিকতা বোর্ডের থাকে। ওই দিক থেকে অবশ্যই প্রিমিয়ার লিগটা আমার জন্য এবং সবার জন্য গুরুত্বপূর্ণ। ’

সাদা পোশাকে জাতীয় দলের হয়ে শাহরিয়ার নাফিসকে সবশেষ ব্যাট হাতে দেখা গিয়েছিল ২০১৩ সালে এপ্রিলে হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে।

আর সব শেষ ওয়ানডে খেলেছিলেন ২০১১ সালের ডিসেম্বরে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে। নাফিসের ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টি ছিল ২০০৬ সালের নভেম্বরে খুলনায়, প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ৬ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।