ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দারুণ বিদায়ে গর্বিত মাশরাফি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
দারুণ বিদায়ে গর্বিত মাশরাফি মাশরাফি বিন মর্তুজা। ফাইল ফটো

ঢাকা: ‘শেষ ভাল যার সব ভাল তার’। যে ম্যাচটি দিয়ে টি টোয়েন্টিতে ১০ বছরের ক্যারিয়ারের সমাপ্তি টানলেন টাইগার ওয়ানডে ও টি টোয়েন্টি দলপতি মাশরাফি বিন মর্তুজা; সেই ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনলো সফরকারী বাংলাদেশ। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরা গুটিয়ে গেছে ১৩১ রানে।  

তার শেষটা ভাল হয়েছে। সেটা ক্রিকেটের ভেতরে হোক কিংবা বাইরে।

জয় নিয়ে ক্রিকেটের একটি ফর্মেটকে বিদায় জানানোর মত সৌভাগ্য ক’জন অধিনায়কের ভাগ্যেই বা জোটে? কিন্তু মাশরাফির জুটেছে।

আর জয় দিয়ে ক্যারিয়ারের সমাপ্তি টানতে পারাটা তার কাছে দারুণ কিছু হিসেবে গণ্য হল। পাশাপাশি সতীর্থ হিসেবে যাদের সাথে তিনি এই ফরমেটে এতোদিন খেলেছেন, তাদের সঙ্গে খেলতে পেরে তিনি নিজেকে গর্বিত বলতে এতটুকু কার্পণ্য করলেন না। তার বিদায়ী ম্যাচে তাদের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত জয়কেও দারুণ গর্বের বললেন এই টাইগার বিদায়ী দলপতি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বললেন, ‘জয় দিয়ে ক্যারিয়ার শেষ অবশ্যই দারুণ কিছু। আমি বলবো, আমাদের দলে যারা আছে তাদের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। আমি মনে করি জয়টি দলকে ভবিষ্যতে সাহায্য করবে’,

কিছুটা আবেগাপ্লুত কন্ঠে এ সময় সতীর্থদের প্রতি ভালবাসা জ্ঞাপন করেন ম্যাশ।

অনুষ্ঠানে বিদায়ী দলপতি ধন্যবাদ জানান ক্রিকেট বোর্ড, তার পরিবার ও সমর্থকদের।

‘আমি আমার ক্রিকেট বোর্ড ও সমর্থকদের আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই, সাথে আমার পরিবারকেও। ’

টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি তিনটি সিরিজেই ১-১ এ সমতা। কেমন কাটলো সিরিজটা?

ম্যাশ বললেন, ‘অবশ্যই এটা খুবই দারুণ ছিল। টেস্ট থেকে ‍শুরু করে টি টোয়েন্টি পর্যন্ত ছেলেরা খুবই ভাল খেলেছে। তারা যে পারফরমেন্স দেখিয়েছে সেটা খুবই ভাল একটি লক্ষণ। আমি আশা করবো ভবিষ্যতেও তারা এমন ধারাবাহিকতা ধরে রাখবে। ’
 
এই ম্যাচের মধ্য দিয়েই লাল-সবুজের টি টোয়েন্টিতে শেষ হল মাশরাফি অধ্যায়। তার শেষটা কিন্তু সত্যিই দারুণ হল, ভীষণ গর্বের। তিনি নিজে যেমন বীর তার বিদায়টিও হল বিরোচিত।

জয়তু মাশরাফি।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ৭ এপ্রিল ২০১৭
এইচএল/এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।