ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি মাতম!

মাজেদুল নয়ন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
মাশরাফি মাতম! মাশরাফি বিন মর্তুজা। ফাইল ফটো

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এই শহরের পথেও আজ রাতে মাশরাফি মাতম। ক্রিকেটের সবচেয়ে নবীন এবং জনপ্রিয় ফরমেট টি-টোয়েন্টিকে বিদায় জানালেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক।

বৃহস্পতিবার রাতে কলম্বোতে লঙ্কা বধ করে মাশরাফির টাইগার বাহিনী। আগে থেকেই নড়াইল এক্সপ্রেসের ঘোষণা ছিল, এই টুর্নামেন্টের পরই টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন তিনি।

আর অধিনায়কত্বে শেষ দিনটিকে জয় দিয়ে স্মরণীয় করে রাখলেন দিনটিকে।  

বাংলাদেশের ক্রিকেটে নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার তিনি। শুধু পারফরম্যান্স নয়, বরং মাঠে লড়াকুভাব তাকে জায়গা করে দিয়েছে ক্রিকেটভক্তদের হৃদয়ে। আর তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টিএসসি'তেও চলেছে মাশরাফি মাতম।

মাশরাফি এ দেশের মানুষের মনকে জয় করে নিয়েছেন।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী ফাহাদ বিন তাহা তার ফেসবুক ওয়ালে লিখেছেন, 'সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ মাশরাফি বিন মুর্তুজা। '

এর মধ্যে রানা মাসুদ, শোয়েব আহমেদ, হাসান শফিকসহ অনেকেই নিজেদের প্রোফাইল পিকচারে মাশরাফির ছবি দিয়ে ভালবাসা প্রদর্শন করেছেন।

নাফিস আহমেদ লিখেছেন, 'মাশরাফি নায়ক, স্যালুট তোমাকে। '

টি-টোয়েন্টি থেকে মাশরাফির অবসরের কি এখনই সময় ছিল? এই প্রশ্নেরও চলছে চুলচেরা বিশ্লেষণ।

মাহমুদুল হাসান তার পোস্টে লিখেছেন, 'ম্যাশ টি-টোয়েন্টির আর খেলবে না। গুড ডিসিশন। সময়োচিত অবসর। তারপরও একটা দুঃখবোধের বৃষ্টি ধারা মনটাকে ভিজিয়ে দিচ্ছে।

‘সিংহ হৃদয় ম্যাশ। আমাদের ভালোবাসার ম্যাশ। অতি সাধারণ ম্যাশ। বিশ্বকাপ না জেতালেও ম্যাশ আমাদের ধোনি, স্টিভ ওয়াহ, রানাতুঙ্গা ও ইমরান খানের সমন্বয়। '

সাংবাদিক মাহফুযুর রহমান লিখেছেন, 'আমি আজ খেলা দেখিনি, মাশরাফিকে দেখেছি। '

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ আদনান ফাহাদ রাত ১২ টার দিকে ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভার্স্কযে বিজয় মিছিলে নিজের সেলফি পোস্ট করে লিখেছেন, সেখানে মাশরাফি মাশরাফি বলে মিছিল হচ্ছে।

অনেকেই নিজের প্রথম সন্তান ছেলে হলে তার নাম মাশরাফি রাখবেন বলেও ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন।

বাংলাদেশে একমাত্র সমালোচনার ঊর্ধ্বে ক্রিকেটার হিসেবে মাশরাফিকেই ঘোষণা করছেন অনেকেই। তবে বাংলাদেশে কোনো একজন ক্রিকেটারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতো মাতম এর আগে লক্ষ্য করা যায়নি।

২০০১ সালে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে পায়ে সাতবার অস্ত্রোপচার হয়েছিল বাংলাদেশের এই গতি মেশিনের। বাংলাদেশের প্রথম আর্ন্তজাতিকমানের পেসার বলা হয় তাকে। বারবার মাঠে ফিরে এসেছেন। নিজেকে তৈরি করেছেন, দলের বিপদে ব্যাট হাতেও অনেক সময় এগিয়ে এসেছেন। মনোবলের প্রতীক হয়ে উঠেছেন মাশরাফি।

বাংলাদেশের মানুষকে বারবার উৎসবে ভাসিয়েছেন মাশরাফি। ফেসবুকে অনেকেই লিখছেন, 'স্যালুট বস। '

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
এমএন/এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।