ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মুম্বাইয়ের বিপক্ষে পুনের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
মুম্বাইয়ের বিপক্ষে পুনের রোমাঞ্চকর জয় স্টিভেন স্মিথের ৮৪ রানের ঝড়ো ইনিংসে মুম্বাইয়ের বিপক্ষে পুনের রোমাঞ্চকর জয়/ছবি: সংগৃহীত

দশম আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সাত উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্ট। স্টিভেন স্মিথের অপরাজিত ৮৪ রানের ঝড়ো ইনিংসে ১ বল হাতে রেখে ১৮৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট টপকে যায় পুনে।

দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া স্মিথ। অস্ট্রেলিয়ান তারকার ৫৪ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার।

ওপেনার অজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৬০। বেন স্টোকস ১৪ বলে ২১ করে আউট হন। স্মিথের সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন ধোনি (১২ অপ.)।

উইকেট তিনটি নেন টিম সাউদি, হার্দিক পাণ্ডে ও মিচেল ম্যাকক্লেনাগান।

এরে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে মুম্বাইয়েকে ব্যাটিংয়ে পাঠান পুনে দলপতি স্মিথ। নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৪ রান তোলে রোহিত শর্মার মুম্বাই।

ওপেনার জস বাটলার ৩৮ (১৯ বল), নিতিশ রানা ৩৪ (২৮ বল), কাইরন পোলার্ড ২৭ (১৭ বল) রান করেন। অপরাজিত থেকে ১৫ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস উপহার দেন হার্দিক পাণ্ডে। মাত্র ৩ রান করে আউট হন রোহিত।

সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। রজত ভাটিয়া দু’টি, একটি করে নেন স্টোকস ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ৭ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।