ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অতৃপ্ত নন বরং গর্বিত মাশরাফি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
অতৃপ্ত নন বরং গর্বিত মাশরাফি মাশরাফি বিন মর্তুজা/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গত ৪ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ঘোষণা দেন এই ফরমেটে তিনি আর খেলছেন না। এর মধ্য দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মাশরাফি বিন মর্তুজার ১০ বছরের ক্যারিয়ারের সমাপ্তি হয়। তবে টি-২০ ছেড়ে অতৃপ্ত নন বলে জানালেন এই সদ্য বিদায়ী অধিনায়ক।

বরং বিগত ১০ বছর টাইগারদের নেতৃত্ব দিতে পেরে গর্বিত মাশরাফি, ‘টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আমার কোন অতৃপ্তি নেই। বরং আমি মনে করি আমি আমার পরিবারের জন্য বিষয়টি গর্বের যে আমি বাংলাদেশের জন্য ১০ বছর টি-টোয়েন্টি খেলতে পেরেছি।

শুক্রবার (৭ এপ্রিল) শ্রীলঙ্কা থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি কক্ষে এসব কথাই তুলে ধরেন মাশরাফি।

এসময় গণমাধ্যমকর্মীরা তার কাছে জানতে চান, যেমন দল গড়ার স্বপ্ন আপনি দেখেছেন তেমন দল রেখে যেতে পারছেন কি না? মাশরাফির প্রতিক্রিয়া, ‘আপনি যদি দেখেন আমাদের দল খুব ভালো খেলছে। শেষ আটটি টি-টোয়েন্টি ম্যাচ আমরা খেলেছি। কিন্তু, আপনি যদি আমাদের উন্নতি দেখেন সেটা দুই বছর আগের চেয়ে অনেক ভালো। হয়তো ছোট ছোট ভুলের কারণে আমরা কয়েকটি ম্যাচ হেরেছি, না হলে হয়তো শেষ ৪-৫টি ম্যাচ আমরা জিততে পারতাম। ’

মাশরাফি আরও যোগ করেন,  ‘আমি নিশ্চিত সামনে আমাদের যে টি-২০ খেলাগুলো আছে সেখানে দল ভালো করবে এবং  টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করবো। আর ওয়ানডের কথা যদি বলেন, আমি আগেই বলেছি আমরা ২-০ তে জিতলে ভালো হতো। কিন্তু, এখানে যে ভুলগুলো করেছি, আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়নস ট্রফিতে যেহেতু ভিন্ন উইকেটে খেলা হবে সেখানে পরিকল্পনা করে নামবো এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে চেষ্টা করবো। ’

এদিকে, মাশরাফির  টি-টোয়েন্টি থেকে অবসরের পরপরই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, চায়ের দোকানে, এমনকি আপামর জনসাধারণের মধ্যে একধরণের অসন্তোষ বিরাজ করছে। প্রিয় অধিনায়ককে হারিয়ে তারা যেন আজ দারুণ হতাশ।

মাশরাফির টি-টোয়েন্টি অবসরের ঘোষণার প্রতিবাদে শুক্রবার (৭  এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে তার ভক্তরা মানববন্ধনও করেছে।

ভক্তদের ভালো বাসার এমন জবাবে এই আইকন বললেন, ‘যারা আমাকে নিয়ে আন্দোলন বা মানববন্ধন করছেন তাদের সবাইকে ধন্যবাদ। ওনাদের এই ধরণের ইতিবাচক দিকগুলোর কারণেই আমার ক্যারিয়ার এতো লম্বা হয়েছে। আমার খুব খারাপ সময়েও তাদের দোয়া ছিল। আমি এখনও ওয়ানডে খেলছি। আমাকে মাঠে দেখা যাবে, মজা হবে ওখানেই। ’

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ৭ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।