ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলি-ওয়ার্নার ভালো বন্ধু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
কোহলি-ওয়ার্নার ভালো বন্ধু ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেছিলেন টিম ইন্ডিয়ার দলপতি বিরাট কোহলি। সে সময় তিনি জানিয়েছিলেন, ‘কোনো অজি ক্রিকেটারের সঙ্গে আর বন্ধুত্ব নয়।’

তবে, অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার কোহলির পথে গেলেন না। বিতর্ককে পাশ কাটিয়ে সাফ জানিয়ে দিলেন, ‘কোহলির সঙ্গে আমার বন্ধুত্বটা দারুণ।

এবারের আইপিএলে গতবারের রানার্সআপ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে রয়েছেন কোহলি। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের দলপতির দায়িত্ব সামলাচ্ছেন ওয়ার্নার। উদ্বোধনী ম্যাচেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। ওয়ার্নার বাহিনী হারিয়েছে বেঙ্গালুরুকে। তবে, সে ম্যাচে কাঁধের চোটে ছিলেন না কোহলি।

ওয়ার্নার জানান, ‘আমার সাথে নিয়মিতই কোহলির যোগাযোগ হচ্ছে। আমরা এখনও ভালো বন্ধু। তার সঙ্গে আমার আলোচনার বিষয়গুলোও দারুণ। আমরা দু’জন দু’জনকে বেশ ভালোভাবেই বুঝতে পারি। ’

ছবি: সংগৃহীতহায়দ্রাবাদের দলপতি ওয়ার্নার আরও যোগ করেন, ‘আপনারা (সাংবাদিক) যা খুশি লিখতে পারেন, সেটা সঠিক হোক আর ভুল হোক। কিন্তু আমরা ক্রিকেটাররা খেলা নিয়েই থাকি। কোহলির সঙ্গে আমার কোনো ঝামেলা ছিল না, এখনও নেই। হয়তো মাঠে আমরা একে অপরের বিপক্ষে কিছুটা আক্রমণাত্মক হয়ে যাই। কিন্তু, সেটা ক্রিকেটেরই অংশ। কিছু বাদেই দেখা যায় আমরা নিজেদের সামলে নিয়ে মাঠেই সেই ঘটনার ইতি টানি। ’

‘আইপিএলের মঞ্চটি আমাদের জন্য গুরুত্‌পূর্ণ। কারণ এখানে বিশ্বসেরা ক্রিকেটাররা অংশ নেয়। এখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকে। আইপিএলের মতো আন্তর্জাতিক ক্রিকেটেও এমন পরিবেশ বিরাজ করে। আমরা ক্রিকেটাররা শুধু ক্রিকেটকেই ভালোবাসি, উপভোগ করি। অন্য কিছুতে মন দেওয়ার সময় নেই। ’

আইপিএলের প্রথম ম্যাচে কোহলির বেঙ্গালুরুকে ৩৫ রানে হারিয়ে দারুণ শুরু করেছে ওয়ার্নারের হায়দ্রাবাদ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০৭ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।