ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবহীন কলকাতার বিপক্ষে উড়ে গেল গুজরাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
সাকিবহীন কলকাতার বিপক্ষে উড়ে গেল গুজরাট সংগৃহীত

আইপিএলের তৃতীয় ম্যাচে ১০ উইকেটের বড় জয় দিয়ে নিজেদের মিশন শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। সুরেশ রায়নার গুজরাট লায়ন্সকে উড়িয়ে দিয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল শাহরুখ খানের দলটি।
 
 

কলকাতা শিবিরে যোগ দিলেও এই ম্যাচে নামেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজকোটের স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে গুজরাট তোলে ১৮৩ রান।

হাতে সবকটি উইকেট রেখে ৩১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে কলকাতা।
 
গুজরাটের হয়ে ওপেনার জ্যাসন রয় ১৪ আর ব্রেন্ডন ম্যাককালাম ৩৫ রান করেন। তিন নম্বরে নামা দলপতি রায়না করেন ইনিংস সর্বোচ্চ ৬৮ রান। অপরাজিত থাকা এই তারকা ৫১ বলে সাতটি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান। অ্যারন ফিঞ্চ ১৫ রানে সাজঘরে ফেরেন। দিনেশ কার্তিক ২৫ বলে ৬টি চার আর দুটি ছক্কায় করেন ৪৭ রান।
 
কলকাতার হয়ে দুটি উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট, পিযুশ চাওলা।
 
১৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কলকাতার দলপতি গৌতম গম্ভীর ৪৮ বলে ১২টি চারের সাহায্যে ৭৬ রান করে অপরাজিত থাকেন। আরেক ওপেনার ক্রিস লিন ৭ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। ৯৩ রানের ইনিংস খেলার পথে মাত্র ৪১ বল মোকাবেলা করেন। তার ইনিংসে ছিল ৬টি চারের পাশাপাশি ৮টি ছক্কার মার।
 
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান ক্রিস লিন। এটাই টি-টোয়েন্টি ফরমেটে ১০ উইকেট হাতে রেখে সর্বোচ্চ রান চেজ করে জেতার রেকর্ড।
 
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ০৮ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।