ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন ঠিকানায় ‘বুমবুম’ খ্যাত আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
নতুন ঠিকানায় ‘বুমবুম’ খ্যাত আফ্রিদি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

পেশোয়ার জালমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের ঘরোয়া লিগ পিএসএলে নতুন ঠিকানা পেয়ে গেছেন শহীদ আফ্রিদি। টুর্নামেন্টের তৃতীয় আসরে তাকে দেখা যাবে করাচি কিংসে। করাচি কিংসের মালিক সালমান ইকবাল এমনটি নিশ্চিত করেছেন।

এর আগে পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি থেকে সরে দাঁড়ান দেশটির সিনিয়র অলরাউন্ডার আফ্রিদি। লিগটির তৃতীয় আসরে সাকিব-তামিম-স্যামিদের দল পেশোয়ারে দেখা যাবে না বিশ্ব ক্রিকেটের ফেরিওয়ালা খ্যাত ৩৭ বছর বয়সী আফ্রিদিকে।

‘বুমবুম’ খ্যাত আফ্রিদি পিএসএলের দ্বিতীয় আসরে খেলেছিলেন বিশ্বকাপ জয়ী ক্যারিবীয়ান অধিনায়ক ড্যারেন স্যামির নেতৃত্বে। একই দলে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং টাইগারদের সেরা ওপেনার তামিম ইকবাল। ফ্রাঞ্চাইজিভিত্তিক দলটির মালিক ছিলেন জাভেদ আফ্রিদি। প্রথম আসরেও তিনি এই দলে খেলেছিলেন। পেশোয়ারের মালিক জাভেদ আফ্রিদির সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে।

এদিকে, আফ্রিদিকে পেয়ে উচ্ছ্বসিত করাচি কিংসের মালিক সালমান ইকবাল তার টুইটার পেজে লিখেছেন, ‘আমি খুবই আনন্দিত পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি এবং সুপারস্টার শহীদ আফ্রিদিকে দলে টানতে পেরে। তাকে দলে পেয়ে গর্ববোধ করছি। করাচি কিংস পরিবারের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। ’

দ্বিতীয় আসরে আফ্রিদি ১০ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন ১৭৭ রান। যা পেশোয়ারের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত রান। ব্যাটিং গড় ছিল ২৫.২৮। ১০ ম্যাচে বোলিংয়ে ঠিক উজ্জ্বল ছিলেন না আফ্রিদি। মাত্র দুই উইকেট নিয়েছিলেন। পেশোয়ারের হয়ে দুই আসরে খেলে তিনি দখল করেন ১২টি উইকেট। আর ব্যাট হাতে করেছেন মোট ২৬৪ রান।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ০৮ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।