ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলিকে টপকে শীর্ষে রায়না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
কোহলিকে টপকে শীর্ষে রায়না ছবি: সংগৃহীত

আইপিএলের রানমেশিন খ্যাত বিরাট কোহলিকে টপকে গিয়েছেন আরেক ভারতীয় তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। দশম আসরের তৃতীয় ম্যাচের মধ্যদিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠেছেন রায়না।

আইপিএলের তৃতীয় ম্যাচে গুজরাট লায়ন্সের দলপতি রায়না খেলতে নামেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচে হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি।

৫১ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৬৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রায়না। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৪ হাজার ১৬৬ রান করে এক নম্বরে অবস্থান নেন। এর আগে কোহলি ৪ হাজার ১১০ রান করে শীর্ষে ছিলেন। এবার নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি কাঁধের ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি।

আইপিএলের ১৪৮ ম্যাচ খেলা রায়না ১৪৪ ইনিংসে ব্যাট করেছেন। এই টুর্নামেন্টে একটি সেঞ্চুরিও করেছিলেন, পাশাপাশি আছে ২৯টি হাফ-সেঞ্চুরির কীর্তি। ১৩৯ ম্যাচে ১৩১ ইনিংসে ব্যাট করে কোহলি ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, ২৬টি হাফ-সেঞ্চুরিও আছে তার দখলে।

তৃতীয় সর্বোচ্চ ৩ হাজার ৮৭৭ রান করে তিন নম্বরে ভারতীয় আরেক তারকা মুম্বাই ইন্ডিয়ান্সের দলপতি রহিত শর্মা। চার নম্বরে থাকা কলকাতার দলপতি গৌতম গম্ভীর করেছেন চতুর্থ সর্বোচ্চ ৩ হাজার ৭১০ রান। ভারতীয় তারকা ব্যাটসম্যানদের দখলেই প্রথম চারটি স্থান। শীর্ষ পাঁচে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাসিং ওপেনার ক্রিসে গেইল। ক্যারিবীয়ান এই ব্যাটিং দানব মাত্র ৯৩ ম্যাচে করেছেন পঞ্চম সর্বোচ্চ ৩ হাজার ৪৫৮ রান। আইপিএলেই তার আছে রেকর্ড ৫টি সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ০৮ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।