দেশটির সর্বোচ্চ আদালতের অনুমতি না থাকা সত্ত্বেও শ্রীনি যোগ দিয়েছিলেন বিসিসিআই এর এই সভায়। ফলে, অনেকের মতে, আবারো বোর্ড সভাপতি হতে ঘুঁটি সাজাতে শুরু করেছেন শ্রীনিবাসন।
ভারতীয় ক্রিকেট বোর্ড-লোধা কমিটির বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে চরম বিভ্রান্তি ভারতীয় ক্রিকেট মহলে। ইতোমধ্যেই বোর্ডের সভাপতি পদ থেকে অনুরাগ ঠাকুরকে সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে কি আরেকবার বোর্ড সভাপতি হতে ষড়যন্ত্র শুরু করেছেন শ্রীনি?
রোববারের সভার মূল এজেন্ডা ছিল আইসিসির সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি নির্বাচন। সভায় নাকি কয়েকজন বোর্ড পরিচালক শ্রীনির নামও উত্থাপন করেছেন। আইসিসির সভায় বিতর্কিত শ্রীনিকেই সেখানে পাঠানোর দাবি তুলেছেন অনেকে। লোধা প্যানেলের সুপারিশ অনুযায়ী যারা বিসিসিআই-এর বৈধ কর্মকর্তা নন, তারাও সেখানে উপস্থিত ছিলেন।
ফলে, অনাকাঙ্খিত জটিলতা এড়াতে রোববারের সভা বাতিল করা হয়। অনেকের ধারনা শ্রীনির পরিকল্পনাতেই এই বৈঠকের আয়োজন করেছেন বোর্ডের যুগ্মসচিব অমিতাভ চৌধুরী। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা না আসা পর্যন্ত পুনরায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো সভা অনুষ্ঠিত হবে না বলেও মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৭
এমআরপি