গত বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ২০১৬-১৭ মৌসুম শুরু করে টাইগাররা। শেষটা হলো সদ্য শেষ হওয়া স্মরণীয় শ্রীলঙ্কার সফরের টি-২০ সিরিজ খেলে।
একমাত্র খেলোয়াড় হিসেবে সবকটিতে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এক ম্যাচ কম খেলেই নিজের রেকর্ড ভেঙেছেন তামিম। ২৯ ইনিংসে ব্যাটিং করে ৩৯.৪৮ গড়ে ১১৪৫ রান করার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছয়টি অর্ধশতকের পাশাপাশি সেঞ্চুরি উদযাপন করেন তিনবার। এর আগে ২০০৯-১০ মৌসুমে তামিমের ব্যাট থেকে আসে ১০৮২।
তামিমের আগের রেকর্ডটি ছাড়িয়ে যান সাকিব। এবার ১১৩৯ রান করেছেন। বোলিংয়েও নতুন অর্জনের কাছাকাছি গিয়েছেন। আর চারটি উইকেট নিতে পারলেই এক মৌসুমে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়ে নিজেকে ছাড়িয়ে যেতে পারতেন। এবার তার দখলে ৪৯টি উইকেট।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
এমআরএম