ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

গেইলের সামনে অনন্য রেকর্ডের হাতছানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
গেইলের সামনে অনন্য রেকর্ডের হাতছানি ক্রিস গেইল/ছবি: সংগৃহীত

প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের রেকর্ড থেকে আর মাত্র ২৫ রান দূরে ক্রিস গেইল। এমন হাতছানি নিয়ে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছেন ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’।

সোমবার (১০ এপ্রিল) একমাত্র ম্যাচে মাঠে নামবে পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে।

গেইলের প্রিয় প্রতিপক্ষই বলা চলে পাঞ্জাবকে। তাদের বিপক্ষে ৭৯৭ রান করেছেন, যা একটি আইপিএল টিমের বিপক্ষে কারো একক সর্বোচ্চ। পাঁচটি আইপিএল সেঞ্চুরির দু’টিই পাঞ্জাব ম্যাচে। অন্য যেকোনো টিমের তুলনায় স্ট্রাইক রেটও বেশি। ১৭৫.৫৫!

এবারের দশম আসরে এখনো পুরোপুরি ছন্দে নেই গেইলের ব্যাট। দুই ম্যাচে করেছেন ৩৮ (৩২ ও ৬)। সব মিলিয়ে আইপিএলের ৯৪ ম্যাচে (৯৩ ইনিংস) তার ব্যাট থেকে এসেছে ৩৪৬৪ রান। এ তালিকায় পাঁচ নম্বরে তিনি। সবার উপরে সুরেশ রায়না (৪১৭১)। দুইয়ে বিরাট কোহলি (৪১১০), তিনে রোহিত শর্মা (৩৮৭৯) ও পাঁচে গৌতম গম্ভীর (৩৭২৯)।  

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত ২৮৮ ম্যাচ (২৮৩ ইনিংস) খেলেছেন ৩৭ বছর বয়সী গেইল। ৪০.৫৪ ব্যাটিং গড়ে রান ৯৯৭৫। স্ট্রাইক রেট ১৪৯.৪৮। এ ফরমেটে ১৮টি সেঞ্চুরির মালিক তিনি। রান সংগ্রহে তার ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে ব্রেন্ডন ম্যাককালাম (৭৪১১)।

শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের রানসংখ্যা পঞ্চাশ ম্যাচে (৪৭ ইনিংস) ৩৫.৩২ গড়ে ১৫১৯। ১৩টি অর্ধশতকের পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছেন দু’বার।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘন্টা, ১০ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।