ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) পৃষ্ঠপোষক হলো ওয়ালটন গ্রুপ। এবারের আসরের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৬-১৭ পাওয়ার্ড বাই মার্সেল।’

বুধবার (১২ এপ্রিল) থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। সেই লক্ষ্যে মঙ্গলবার (১১ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আর এখানেই আনুষ্ঠানিকভাবে পৃষ্ঠাপোষক প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বিসিবি’র পরিচালক সাইফুল আলম চৌধুরী স্বপন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাইফুল আলম চৌধুরী স্বপন বলেন, ‘আমাদের ঘরোয়া ক্রিকেটে ওয়ালটনের অবদান অনেক। আবারও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসায় ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ। ’

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।