ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার ক্যারিবিয়ান লিগে মিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এবার ক্যারিবিয়ান লিগে মিরাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথমবারের মতো সুযোগ পেলেন টাইগার অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। লিগে তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে এক ই-মেইল বার্তায় মিরাজের খেলার বিষয়টি জানিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

মিরাজের প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরে তারা জানিয়েছে, ‘ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ড্রাফট গত মাসে অনুষ্ঠিত হয়েছে।

ড্রাফটে বিদ্যমান প্লেয়ারদের স্কোয়াডে পরিবর্তন এনেছে ত্রিনবাগো নাইট রাইডার্সের স্কোয়াড। দলটির অজি স্পিনার ব্র্যাড হগ খেলতে না পারায় তার পরিবর্তে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে ডাকা হয়েছে। ’

মিরাজের আগে বাংলাদেশের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টাইগারদের টেস্ট স্কোয়াডে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা মিরাজের শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মধ্যদিয়ে রঙ্গিন পোশাকেও অভিষেক হয়। এরপর সফরের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের মধ্যদিয়ে টাইগারদের ৫৭তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নাম লেখান মিরাজ।

সাদা জার্সিতে মিরাজ নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন আগেই। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডেও প্রথম দিকে ছিলেন না মিরাজ। পরে নির্বাচকরা তাকে বাংলাদেশ থেকে উড়িয়ে শ্রীলঙ্কায় নিয়ে যান। রঙ্গিন জার্সিতে স্কোয়াডে সুযোগ পাওয়ার পর মূল একাদশেও জায়গা করে নেন তিনি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই খেলেছেন মিরাজ। সব ম্যাচেই নিয়েছেন উইকেট। ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডেতে ব্যাট হাতে নেমেই করেন ৫১ রান।

নির্বাচকদের আস্থা রেখে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করেছিলেন মিরাজ। এখন পর্যন্ত ৭ টেস্টে ৩১.৮০ গড়ে ৩৫ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও আছে একটি হাফ-সেঞ্চুরি। অভিষেক সিরিজেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে ইংলিশদের বিপক্ষে নিয়েছিলেন ১৯ উইকেট।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০১৬ সালের সেরা অভিষিক্ত ক্রিকেটার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মিরাজ। শুধু মনোনয়ন নয়, তারকা এ ক্রিকেটার পুরস্কারটিই জিতে নিয়েছিলেন।

বাংলাদশ সময়: ১৭২১ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।