ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মালিকের সেঞ্চুরিতে সিরিজ জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
মালিকের সেঞ্চুরিতে সিরিজ জিতলো পাকিস্তান সিরিজ জয়ের ম্যাচে ১১৩ রানের জুটি গড়েন সেঞ্চুরিয়ান শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ/ছবি: সংগৃহীত

ঘরের মাঠে টি-টোয়েন্টির পর পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজও হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ও শেষ ওডিআইতে শোয়েব মালিকের অপরাজিত সেঞ্চুরিতে ২৩৪ রানের লক্ষ্যটা ৪১ বল ও ছয় উইকেট হাতে রেখে টপকে যায় সফরকারীরা। প্রথম ম্যাচে হেরে পিছিয়ে থেকেও দাপটের সঙ্গেই ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তারা।

ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কার জেতেন মালিক। দু’দলের চোখ এবার তিন ম্যাচের টেস্ট সিরিজে।

জ্যামাইকার কিংস্টনে আগামী ২১ এপ্রিল (শুক্রবার) প্রথম টেস্ট শুরু হবে।  

অধিনায়ক সরফরাজ আহমেদের (২৪ অপ.) সঙ্গে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন মালিক। তার ১০১ রানের ইনিংসটিতে ছিল ১০টি চার ও ২টি ছক্কার মার। মোহাম্মদ হাফিজের সঙ্গে চতুর্থ উইকেট পার্টনারশিপে জয়ের ভিত গড়ে দেন। দু’জন মিলে স্কোরবোর্ডে ১১৩ রান তোলেন। ১৯ রানের জন্য শতক বঞ্চিত হন হাফিজ।

শ্যানন গ্যাব্রিয়েল দু’টি ও একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, আন্দ্রে নার্স।

এর আগে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। আমির-ইমাদ ওয়াসিমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় স্বাগতিকরা। ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৩৩। সর্বোচ্চ ৭১ রান করেন শাই হোপ। জ্যাসন মোহাম্মদের ব্যাট থেকে আসে ৫৯।

মোহাম্মদ আমির, জুনায়েদ খান ও শাদাব খান দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে নেন হাসান আলী ও ইমাদ ওয়াসিম।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।