অধিনায়ক মাইশিকুরের ৬৫ রানের দায়িত্বশীল ইনিংস ও ধীমান ঘোষের অপরাজিত ৩০ রানে ৯ উইকেটে ২০৬ রানের স্বল্প সংগ্রহে গুটিয়ে যায় ব্রাদার্স।
এর আগে বুধবার (১২ এপ্রিল) বিকেএসপি’র চার নম্বর মাঠে রুপগঞ্জের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ব্রাদার্স ইউনিয়ন।
মাশরাফি-শরীফদের বোলিং তোপে টপ অর্ডারের কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। তবে দলকে রানের ভিত গড়ে দেন মিডল অর্ডারের মাইশিকুর ও উইকেটরক্ষক ধীমান ঘোষ। তাদের ব্যাটেই মূলত বিপর্য্য় কাটিয়ে ৯ উইকেটে ২০৬ রানের সংগ্রহ পায় ব্রাদার্স।
বল হাতে রুপগঞ্জের হয়ে শুরুটা করেন মোহাম্মদ শরীফ ও দেওয়ান সাব্বির। ৫ ওভার বল করে সাব্বির সফল না হলেও সফল হয়েছেন শরীফ। ৯ ওভারে ২৫ রানের বিনিময়ে তুলে নেন ৩টি উইকেট।
অন্যদিকে, নিজের প্রথম স্পেলে টানা ৮ ওভার বল করে ১ মেডেন ও ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন মাশরাফি বিন মর্তুজা। অাসিফ হাসান দু’টি ও একটি নেন মোশাররফ হোসেন রুবেল।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম