ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ব্যাটে রুপগঞ্জের শুভ সূচনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
মুশফিকের ব্যাটে রুপগঞ্জের শুভ সূচনা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিকেএসপি থেকে: মুশফিকুর রহিমের অধিনায়কোচিত ব্যাটিংয়ে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৬-১৭ মৌসুমে শুভ সূচনা করলো লিজেন্ডস অব রুপগঞ্জ।

মুশি’র অপরাজিত ৭৫ রানে ব্রাদার্সের দেয়া ২০৭ রানের লক্ষ্য রুপগঞ্জ ছুঁয়ে ফেললো ৪ উইকেটের খরচায়, ৪৬.১ ওভারে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেছেন ওপেনার হাসানুজ্জামান।

এদিকে ব্রাদার্সের হয়ে বল হাতে নিহাদুজ্জামান, অভিষেক নায়ার ২টি করে, আর ইফতেখার সাজ্জাদ রনি নিয়েছেন ১টি উইকেট।

এর আগে বুধবার (১২ এপ্রিল) বিকেএসপি’র চার নাম্বার মাঠে রুপগঞ্জের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ব্রাদার্স ইউনিয়ন। তবে ব্যাটিংয়ে নামাটা তাদের মোটেও সুখকর হয়নি।

মাশরাফি-শরীফদের বোলিং তোপে টপঅর্ডারের কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। কিন্তু অধিনায়ক মাইশিকুর রহমানের ৬৫ রানের দায়িত্বশীল এক ইনিংস ও ধীমান ঘোষের অপরাজিত ৩০ রানে ৯ উইকেটে ২০৬ রানের স্বল্প সংগ্রহে গুটিয়ে যায় ব্রাদার্সের ইনিংস।

বল হাতে রুপগঞ্জের হয়ে শুরুটা করেন মোহাম্মদ শরীফ ও দেওয়ান সাব্বির। ৫ ওভার বল করে সাব্বির সফল না হলেও সফল হয়েছেন শরীফ। ৯ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৩টি উইকেট।

মাশরাফি এসেছিলেন বদলি বোলার হিসেবে। নিজের প্রথম স্পেলে টানা ৮ ওভার বল করে ১ মেডেন ও ২৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ২ উইকেট।

দলের বাকি তিন উইকেটের মধ্যে ২টি পেয়েছেন আসিফ হাসান ও ১টি তুলে নিয়েছেন মোশাররফ হোসেন রুবেল।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।