ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির শুভেচ্ছা দূত বাশার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
চ্যাম্পিয়নস ট্রফির শুভেচ্ছা দূত বাশার বর্তমান টাইগার অধিনায়ক মাশরাফির সঙ্গে বাশার (ডানে) -ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে আইসিসির শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ২০০৬ সালে শেষবার এই টুর্নামেন্টে খেলা বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন তিনি।

বর্তমানে বাংলাদেশ দলের নির্বাচকের ভূমিকায় থাকা বাশার সহ কাল আট শুভেচ্ছা দূতের নাম ঘোষণা করেছে আইসিসি। অন্য সাত শুভেচ্ছা দূত হলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, ইংল্যান্ডের ইয়ান বেল, নিউজিল্যান্ডের শেন বন্ড, অস্ট্রেলিয়ার মাইক হাসি, ভারতের হরভজন সিং, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।

ইংল্যান্ডের এজবাস্টন, ওভাল ও কার্ডিফে আগামী ১ থেকে ১৮ জুন পর্যন্ত চলবে চ্যাম্পিয়নস ট্রফি। এর আগে নিশান ট্রফি ট্যুর ও স্কুলের ছাত্রছাত্রীদের একটি ক্রিকেট ক্লিনিকে অংশ নেবেন শুভেচ্ছাদূতেরা। টুর্নামেন্ট চলার সময় ম্যাচ বিশ্লেষণ করে লিখবেন কলাম।

ওয়ানডে ফরম্যাটের শীর্ষ আটটি দল এই টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবে। গতবার অনুষ্ঠিত আসরটিতে সেরা আটে না থাকতে পারায় খেলতে পারেনি টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।