ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কেকেআর একাদশে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
কেকেআর একাদশে ফিরছেন সাকিব কেকেআর একাদশে ফিরছেন সাকিব (বামে)/ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি। অপেক্ষাটা আর দীর্ঘায়িত হচ্ছে না! সব ঠিক থাকলে আইপিএলের দশম আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টুর্নামেন্টের ১১তম ম্যাচটি শুরু হবে। এবারের আসরে হোম ভেন্যুতে কেকেআরের এটিই প্রথম ম্যাচ।

অন্যদিকে, পাঞ্জাবের প্রথম অ্যাওয়ে ম্যাচ।

দু’দলই দারুণ ফর্মে। ঘরের মাঠে টানা দুই ম্যাচেই দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পাঞ্জাব। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে পাঁচে কলকাতা। গুজরাট লায়ন্সের বিপক্ষে ১০ উইকেটের (১৮৪ রানের টার্গেটে) উড়ন্ত জয়ে শুরুটা হয় দুর্দান্ত। কিন্তু, মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে জেতা ম্যাচটি হাতছাড়া করে। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ১ বল বাকি থাকতে প্রথম জয় তুলে নেয় মুম্বাই।

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ‘হার্ডহিটার’ ক্রিস লিনকে হারিয়ে বড় এক ধাক্কাই খেয়েছে কেকেআর। প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২৫ (৯৩ ও ৩২)। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন পেসার উমেশ যাদব। প্রথম দুই ম্যাচ মিস করেন তিনি।

সাকিবের একাদশে ফেরার সম্ভাবনা জোরালো। নিউজিল্যান্ডের পেস অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম সুযোগ পেতে পারেন। এছাড়াও রিজার্ভে আছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো ও রভম্যান পাওয়েল।

পাঞ্জাব শিবিরে কোনো ইনজুরি উদ্বেগ নেই। মোহিত শর্মার জায়গায় ইশান্ত শর্মা বিবেচনায় আসতে পারেন। কিন্তু, নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচই জেতায় আগের একাদশ অপরিবর্তিত থাকতে পারে।

মুখোমুখি লড়াইয়ে পরিষ্কার ফেভারিট গৌতম গম্ভীরের দল। গতবার দুই ম্যাচেই হারের লজ্জায় ডোবে পাঞ্জাব। সবশেষ সাতটি ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে কেকেআর। সব মিলিয়ে ১৩-৬ লিডে কলকাতার আধিপত্য স্পষ্ট। ইডেন গার্ডেনসে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই (২টি হার) জয় উদযাপন করে তারা।

কলকাতা একাদশ (সম্ভাব্য): গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, সুরিয়াকুমার যাদাব, ক্রিস উকস, সুনিল নারাইন, কুলদিপ যাদব, উমেশ যাদব / পিয়ুস চাওলা, ট্রেন্ট বোল্ট।

পাঞ্জাব একাদশ (সম্ভাব্য): হাশিম আমলা, মানান ভোহরা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার, মার্কাস স্টয়নিস, আক্সার প্যাটেল, মোহিত শর্মা, সন্দীপ শর্মা, বরুন অ্যারন, থাঙ্গারাসু নাতারাজন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।