২০১৭-১৮ ঘরোয়া মৌসুমের জন্য আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন অভিজ্ঞ এ কোচ।
কেরালার সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র ক্রিকেট প্রোগ্রামের সঙ্গেও কাজ করবেন হোয়াটমোর।
২০১৬ সালের মে মাসে জিম্বাবুয়ে জাতীয় দলের কোচের পদ শেষ করেন হোয়াটমোর। তবে বর্তমানে তিনি ভারতেই আছেন। যেখানে তিন বছর মেয়াদে চেন্নাইয়ের স্যার রামচন্দ্র ইউনিভার্সিটির পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
৬৩ বছর বয়সী হোয়াটমোর এর আগে আইসিসির সদস্যপ্রাপ্ত চারটি দেশের কোচিং করিয়েছেন। সর্বশেষ জিম্বাবুয়ের কোচ থাকা এ অস্ট্রেলিয়ান শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তানে পূর্ণ মেয়াদে কোচ ছিলেন।
শ্রীলঙ্কার ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন হোয়াটমোর। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেটেরও উন্নতিতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সেরও কোচ ছিলেন। বিপিএলে বরিশাল বুলসের কোচ হিসেবে গতবার দায়িত্ব পালন করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
এমএমএস