ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজ্জাক ঘূর্ণিতে ২০৯ রানে গুটিয়ে গেল ভিক্টোরিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
রাজ্জাক ঘূর্ণিতে ২০৯ রানে গুটিয়ে গেল ভিক্টোরিয়া আব্দুর রাজ্জাক-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ফতুল্লা থেকে: শেখ জামাল অধিনায়ক আব্দুর রাজ্জাকের স্পিন ঘূর্ণিতে ২০৯ রানেই গুটিয়ে গেল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ভিক্টোরিয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যান উত্তম সরকারের ব্যাট জ্বলে না উঠলে হয়তো দলীয় ২শ’ রানের কোঠাও পার করতে পারতো না দলটি।

উত্তমের দায়িত্বশীল ৮৮ রানের ইনিংসে ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৬-১৭ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২১০ রানের সহজ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভিক্টোরিয়া। ১০ ওভার বল করে, ২৯ রান দিয়ে ২ মেডেন সমেত রাজ্জাক তুলে নেন ৪টি উইকেট।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আব্দুর রাজ্জাকের শেখ জামালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

ব্যাটিংয়ে নেমে নাসিরউদ্দিন ফারুকের ৪৪ ও উত্তম সরকারের ৮৮ রানে ৪৮.২ বলে ২০৯ রানে অলআউট হয় ভিক্টোরিয়ার ব্যাটসম্যানরা।

শেখ জামালের হয়ে বল হাতে রাজ্জাক ৪টি, সোহাগ গাজী ৩টি এবং শাহাদাত হোসেন, জিয়াউর রহমান ও ফজলে রাব্বি নিয়েছেন ১টি করে উইকেট

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।