ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

অবসর ভেঙে ফেরার ঘোষণা টেইলরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
অবসর ভেঙে ফেরার ঘোষণা টেইলরের ছবি: সংগৃহীত

২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেরম টেইলর। প্রায় নয় মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা এই সিমার আবারো ফিরছেন সাদা পোশাকে।

অবসর ভেঙে ফের ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্যারিবিয়ান ফাস্ট বোলার ৩২ বছর বয়সী জেরম টেইলর।

এর আগে ক্যারিবিয়ানদের হয়ে ৪৬টি টেস্ট, ৮৫টি ওয়ানডে আর ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন টেইলর।

সাদা পোশাকে ১৩০টি উইকেট রয়েছে তার ঝুলিতে, ওয়ানডেতে আছে ১২৬ উইকেট। টেস্টে ব্যাট হাতে রয়েছে একটি সেঞ্চুরি সহ ৮৫৬ রান৷

গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া টেইলর জানান, ‘আমি বিশ্বাস করি আমার মধ্যে ক্রিকেটকে দেওয়ার মতো এখনও কিছু রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলকে আমি সাহায্য করতে চাই। ’

তিনি আরও যোগ করেন, ‘যদি জাতীয় দলে ডাক পাই তাহলে আমার সেরাটা উজার করে দেব। এই মুহূর্তে দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে, আশা করি আমার অভিজ্ঞতা দলের সঙ্গে ভাগ করে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নিতে পারবো। ’

টেইলরের ক্রিকেটে প্রত্যাবর্তনের খবরে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটির প্রধান কর্টনি ব্রাউন জানান, ‘জেরম ক্রিকেটে ফিরে এসেছে জেনে খুব ভালো লাগল। তাকে আবারো সাদা পোশাকে জাতীয় দলে ধেখতে পারাটা হবে দারুণ কিছু। এ বছর আমাদের ব্যস্ত সিডিউল রয়েছে। দলে টেইলরের মতো অভিজ্ঞ ক্রিকেটার পেলে সেটা হবে দারুণ কিছু। দল উপকৃতই হবে। ’

আগামী ২১ এপ্রিল থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।