ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

চাপ উপভোগ করেন সোহান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
চাপ উপভোগ করেন সোহান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ফতুল্লা থেকে: দল যখন চাপে থাকে সেই চাপ সামলে দলকে নিরাপদে জয়ের বন্দরে নোঙ্গর করাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

নিঃসন্দেহে কাজটি চ্যালেঞ্জিং। আর এমন চ্যালেঞ্জ নিতেই তিনি বেশি উপভোগ করেন।

সোহানের মতে, ‘চ্যালেঞ্জিং অবস্থায় ব্যাটিং করতে বেশি ভাল লাগে। চাপ অবশ্যই থাকে। তবে আমি তা উপভোগ করি। ’

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২ উইকেটের জয়ের পর গণমাধ্যমকে তিনি একথা বলেন।

সোহান সম্পর্কে এখানে আলোচনার মূল কারণ হলো, ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরের প্রথম ম্যাচেই তার ৮০ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভিক্টোরিয়াকে ২ উইকেটে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলের অন্যান্য ব্যাটসম্যানরা যখন স্বল্প রানের পুঁজি নিয়ে একে একে প্যাভিলনে ফিরেছেন তখন একমাত্র সোহানই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। দলকে এনে দিয়েছেন কাঙ্খিত জয়।

লিগের বাদবাকি ম্যাচগুলোতেও এমন পারফরমেন্স অব্যাহত রেখে সোহান চাইছেন নিজ দল শেখ জামালকে সুপার লিগে পৌঁছে দিতে, ‘প্রথম ম্যাচটা ভালো হয়েছে। আমাদের দল জিতেছে। চেষ্টা থাকবে দলের প্রয়োজনে যেন খেলতে পারি। যেন দল জিততে পারে। এখানে দলীয় পারফরমেন্সটাই প্রধান। আমাদের লক্ষ্য থাকবে সুপার সিক্স যেন নিশ্চিত করতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।