ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলা নববর্ষ পালন করলেন মাইকেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
বাংলা নববর্ষ পালন করলেন মাইকেল ক্লার্ক বাংলা নববর্ষ পালন করলেন মাইকেল ক্লার্ক-ছবি:সংগৃহীত

বাংলা নববর্ষ এখন আর শুধুমাত্র বাঙালিদের মধ্যে নেই। এটি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপি। ফলে বাঙালিরা ছাড়াও সর্বজনিন এই উৎসবে এখন বিদেশিরাও মেতে থাকেন। এমনই উদযাপনে ব্যস্ত সময় পার করেছেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।

বাংলাদেশের একদিন পরে ভারতের বাঙালিরা নববর্ষ পালন করেন। আর ক্লার্ক বর্তমানে সেখানেই আছেন।

আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন সেখানে। এরই ফাঁকে কলকাতায় নববর্ষ উদযাপনে ব্যস্ত কিংবদন্তি এ তারকা।  

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নববর্ষের অভিব্যক্তি ব্যক্ত করছেন ক্লার্ক। প্রথমে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার সকল বাঙালি বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা। ’ পরে আরও দুটি ভিন্ন পোস্টে টুইট করেন তিনি। একটির ছবিতে দেখা যায় সিংহাসনে চড়ে যাচ্ছেন ক্লার্ক। পড়নে রয়েছে পাঞ্জাবি, গলায় ফুলের মালা। লিখেছেন, ‘বাংলা নববর্ষ উপভোগ করছি। ’ আরেক টুইটে মন্ত্রী শ্রী সুজিত বোসের সঙ্গে ছবি তুলে লিখেছেন, ‘মন্ত্রী শ্রী সুজিত বোসের সঙ্গে বাঙালি নববর্ষ উদযাপন করতে পেরে সম্মানীত বোধ করছি। ’

ক্লার্ক অজিদের হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।