ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একাদশে ফেরার অপেক্ষায় সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
একাদশে ফেরার অপেক্ষায় সাকিব-মোস্তাফিজ আইপিএলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান/ছবি: সংগৃহীত

এক ম্যাচের বিরতিতে সানরাইজার্স হায়দ্রাবাদের হোম ম্যাচ দিয়ে দলে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান। টানা চারটি ম্যাচ মিস করা সাকিব আল হাসানেরও কলকাতা নাইট রাইডার্স একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

আইপিএলের দশম আসরে নিজেদের পঞ্চম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মাঠে নামবে কেকেআর। সোমবার (১৭ এপ্রিল) ফিরোজ শাহ কোটলায় খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

রাতের ম্যাচে (সাড়ে ৮টা) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবকে আতিথ্য দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ।

কলকাতা ও দিল্লি দু’দলই টানা দুই ম্যাচ জিতে ছন্দে রয়েছে। তা সত্ত্বেও একাদশে পরিবর্তন আনতে পারে গৌতম গম্ভীরের দল। সম্ভাব্য স্লো উইকেটে ক্রিস উকস বা কলিন ডি গ্র্যান্ডহোমের জায়গায় আসতে পারেন সাকিব।

অন্যদিকে, সানরাইজার্স ও পাঞ্জাব দু’দলই নিজেদের সবশেষ দুই ম্যাচেই হারের হতাশায় ডোবে। কলকাতা ম্যাচে বাদ পড়া মোস্তাফিজের ফেরার সম্ভাবনা জোরালো। হায়দ্রাবাদের উইকেটে তার সাফল্য চোখে পড়ার মতো।

এই ভেন্যুতে গত আসরে ২৫.৮৫ গড়ে সাতটি উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলিং বিস্ময়। ইকোনোমি রেট ৬.৯৬। তার মধ্যে রয়েছে পাঞ্জাবের বিপক্ষে চার ওভারে ৯ রানের বিনিময়ে ২ উইকেটের দুর্দান্ত বোলিং ফিগার। ভালো ফর্মে থাকলেও অসাধারণ কিছু করতে পারছেন না বেন কাটিং। তার জায়গায় একাদশে ঢুকতে পারেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ।

হায়দ্রাবাদের সামনে পাঞ্জাবের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে জয়ের হাতছানি! গতবার হোম ও অ্যাওয়ে দু’টিতেই জয় পায় ডেভিড ওয়ার্নারের দল। হোম ম্যাচে ব্যবধান ৩-১। সব মিলিয়ে আটবারের দেখায় ৬টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দ্রাবাদ।

অন্যদিকে, কলকাতা ও দিল্লি গতবার নিজেদের হোম ম্যাচ জিতে নেয়। সব মিলিয়ে দু’দলের ১৭ বারের সাক্ষাতে ১০ ম্যাচে জয় তুলে নেয় কেকেআর। দিল্লির হোম গ্রাউন্ডেও ফেভারিট কলকাতা! ছয় ম্যাচের মধ্যে চারটিতেই হেরে যায় স্বাগতিকরা।

পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কেকেআর। দুই ম্যাচ জিতে চার নম্বরে হায়দ্রাবাদ। নেট রান রেটে পিছিয়ে থাকায় সমান ৪ পয়েন্টে পাঁচে পাঞ্জাব। এক ম্যাচ কম খেলা দিল্লি দু’টি জয়ের সুবাদে তৃতীয় অবস্থানে। শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ পাঁচ ম্যাচে ৮ (৪ জয় ও ১ হার)।

কলকাতা একাদশ (সম্ভাব্য): সুনীল ‍নারাইন, গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, ইউসুফ পাঠান, সুরিয়াকুমার যাদব, কলিন ডি গ্র্যান্ডহোম / রোভম্যান পাওয়েল, ক্রিস উকস / সাকিব আল হাসান, কুলদীপ যাদব, উমেশ যাদব, ট্রেন্ট বোল্ট।

সানরাইজার্স একাদশ (সম্ভাব্য): শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ময়েজেস হেনরিকস, যুবরাজ সিং, দিপক হুদা, নামান ওজা (উইকেটরক্ষক), বেন কাটিং / মোস্তাফিজুর রহমান, বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, আশিস নেহরা।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।