সোমবার (১৭ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে পারটেক্স নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৩৪ রান। ২৩৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে প্রথম ম্যাচে খেলাঘরকে ৫ উইকেটে হারানো আবাহনী।
পারটেক্সের হয়ে ইনিংস সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন জুবায়ের আহমেদ। ৪৪ রান করেন ওপেনার সাজ্জাদ হোসেন। ৩৩ রানে বিদায় নেন ইয়াসপাল সিং। ২৫ রান করে আসে দলপতি তারিক আহমেদ ও জাকারিয়া মাসুদের ব্যাট থেকে।
আবাহনীর হয়ে দুটি করে উইকেট তুলে নেন শুভাগত হোম এবং মোহাম্মদ সাইফুদ্দিন। একটি করে উইকেট দখল করেন তাসকিন আহমেদ, সাঞ্জামুল ইসলাম।
২৩৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আবাহনীর ওপেনার উদয় কাউল ৯ রানে বিদায় নেন। আরেক ওপেনার লিটন দাসের ব্যাট থেকে আসে ২০ রান। দলীয় ৪৩ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে আবাহনী। তবে, ব্যাট হাতে ঘুরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত আর দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।
১০৯ বলে ৫টি চার আর ৪টি ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন শান্ত। এটি ছিল শান্তর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর ব্যাটে ঝড় তুলে মাহমুদুল্লাহ রিয়াদ ৫২ বলে ৫টি চার আর ৫টি ছক্কায় করেন ৭৭ রান। ২৩ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত।
৩৮.৩ ওভারে জয়ের বন্দরে নোঙ্গর করে আবাহনী।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
এমআরপি