ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবহীন কলকাতার টার্গেট ১৬৯

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
সাকিবহীন কলকাতার টার্গেট ১৬৯ ছবি: সংগৃহীত

চলমান আইপিএলের ১৮তম ম্যাচে সাকিবহীন কলকাতা নাইট রাইডার্সকে ১৬৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস। নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামা কলকাতাকে চতুর্থ জয় তুলে নিতে চাইলে করতে হবে এই রান।

আইপিএলের দশম আসরে বিশ্বসেরা অলরাউন্ডারকে টানা পাঁচ ম্যাচেই বসিয়ে রাখে গৌতম গম্ভীরের দল। কেকেআরের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক হয়েও একাদশে সুযোগ মিলছে না সাকিবের!

দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্বাগতিকরা ৭ উইকেট হারিয়ে তোলে ১৬৮ রান।

দিল্লির হয়ে ওপেনিং জুটিতেই আসে ৩৭ বলে ৫৩ রান। ওপেনার সঞ্জু স্যামসন ২৫ বলে সাতটি বাউন্ডারিতে করেন ৩৯ রান। আরেক ওপেনার স্যাম বিলিংস ১৭ বলে ২১ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা করুন নায়ার ২৭ বলে করেন ২১ রান।

রান আউট হওয়ার আগে শ্রেয়াস ইয়ার ১৭ বলে চারটি বাউন্ডারিতে করেন ২৬ রান। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১ রানে বিদায় নেন। তরুণ তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশব প্যান্ট ১৬ বলে ৩৮ রান করতে ২টি চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকান। ক্রিস মরিস ৯ বলে ১৬ রান করেন।

কলকাতার হয়ে নাথান কোল্টার নাইল ৪ ওভারে ২২ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট পান উমেষ যাদব, সুনীল নারাইন ও ক্রিস ওকস।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।